রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে আহত ৭

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ খেয়াঘাট এলাকায় এ ঘটে।
আহতরা হলেন-অহিদুল, মামুন খান, হাসান, আনু বেগম, বাবুল মেস্তুরি, মোস্তফা ও শাহিন। তারা সবাই দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বাসিন্দা৷
আহতরা জানান, পার্শ্ববর্তী বন থেকে আসা একটি বন্য শুকর গত চার দিন ধরে দেখছিল স্থানীয়রা। পরে বৃহস্পতিবার শুকরটি মারার চেষ্টা করা হলে সাতজন আক্রমণের শিকার হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনার পর আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শুকরটিকে মেরে নদীতে ভাসিয়ে দেয় বলে জানা গেছে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।
এসআইএইচ
