আওয়ামী লীগ নেতার নামে মানহানির অভিযোগ

বরগুনা জেলার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকানের বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির অভিযোগ। উক্ত নোটিশ দাতা মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জসিম উদ্দিন জুয়েল ব্যাপারীর পক্ষে পটুয়াখালী জেলা জর্জ কোর্টের এ্যাডঃ মোঃ শাহিন জামান ওই নোটিশ রেজিস্ট্রারী মাধ্যমে পাঠিয়েছেন বলে জানাযায়।
উল্লেখ, গত বিগত (৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪ ঘটিকায় বেতাগী বঙ্গবন্ধু অডিটোরিয়াম ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে জনসম্মুখে মির্জাগঞ্জ উপজেলা সহ কয়েকটি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে বক্তব্য দেন যে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নমিনেশনের তিনটির নাম প্রস্তাবের পাঠানোর জন্য প্রত্যেক প্রার্থীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও সালিশী বৈঠক করতে হলে নেতাকর্মীদের টাকা দিতে হয় বলে জানিয়েছেন তিনি।
এএজেড
