ভোলায় কোটি টাকার নিষিদ্ধ জাল আগুনে ধ্বংস

ভোলায় প্রায় কোটি টাকার নিষিদ্ধ শুমারি জাল আটক করেন জেলা মৎস অধিদপ্তর। আটককৃত জালগুলো আগুনে ধ্বংশ করা হয়েছে। ভোলার দৌলতখান ও সদর উপজেলার ইলিশা বাঘার হাওলা, ঘিরিঙ্গি বাজার এলাকার মেঘনা নদীর তীর থেকে প্রায় কোটি টাকার ৪০ হাজার মিটার নিষিদ্ধ মশারি/ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার (১৪ই সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এর নেতৃত্বে পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযান পরিচালনা করেন। ভোলা সদর ও দৌলতখান এলাকা থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে পোড়ানো হয়।
জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, এসব নিষিদ্ধ জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে ঝাটকা (ছোট ইলিশ) সহ সকল প্রজাতির মাছের পোনা বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে।
মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
এএজেড
