এবার দুর্গোৎসবের পরিসর বাড়ছে বরগুনায়

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বরগুনার মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। তবে গত বারের চেয়ে এবার পূজার পরিসর বাড়ছে বরগুনায়। বুধবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এবার বরগুনায় ৭টি বেশি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। দেশের বিভিন্ন স্থানে তাই সাড়ম্বরে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পূজা মণ্ডপের সাজসজ্জা সহ সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি।
বরগুনা জেলায় এ বছর ১৬১ টি মণ্ডপে দুর্গা প্রতিমা বসছে। তারই সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এছাড়াও দুর্গোৎসবকে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরগুনা পূজা উদযাপন পরিষদের নেতারা।
বরগুনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন কর্মকার বলেন, এ বছর অনেক সাড়ম্বরে পূজা উদযাপন করা হবে। মূর্তি গড়ার কাজ খুব দ্রুত এড়িয়ে চলেছে। রংয়ের কাজও শুরু হয়েছে।
তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর ৭ টি পূজা মন্ডপ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে জেলায় এবার ১৬১ টি প্রতিমা গড়া হচ্ছে। এর মধ্যে বরগুনা সদরে ৩১টি, আমতলীতে ১৪টি, তালতলীতে ১২টি, বামনায় ১৭টি, বেতাগীতে ৩৭টি এবং পাথরঘাটা উপজেলায় ৫০টি পূজা মন্ডপে প্রতিমা করা হচ্ছে। উল্লেখ্য, ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে শারদীয় দুর্গাৎসব।
এএজেড
