সাগরে লঘুচাপ: জোয়ারের পানিতে পটুয়াখালীর ৫০ গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুশ্চিন্তায় আছে নিম্ন আয়ের মানুষ। নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে ২ থেকে ৩ ফুট। এর ফলে তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। এদিকে উত্তাল রয়েছে কুয়াকটা সংলগ্ন বঙ্গোপসাগর।
পটুয়াখালী পৌর শহরের রিকশাচালক ইব্রাহিম মিয়া বলেন, গত রবিবার থেকে বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল অনেকটা কম। তাই যাত্রীও কম।
আফজাল মিয়া নামে আরেক ভ্যানচালক বলেন, বৃষ্টির কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না। আয়ও তেমন নেই। পরিবার নিয়ে কোনো মতে চলছে সংসার।
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক জাকির মিয়া বলেন, আমি ১০০ শতাংশ জমিতে আমন রোপন করেছি। এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমনের ক্ষেত তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে সব নষ্ট হয়ে যাবে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। তাই আজ বুধবারও পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আবহাওয়ার এই অবস্থা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে।
এসআইএইচ
