বরগুনায় ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনায় চার দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত ছাড়াও জোয়ারের পানিতে প্রতিবার দু'বার করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তা আবদুল মতিন জানান, সোমবার থেকে আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় বরগুনায় মোট ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পাউবোর পাথরঘাটা উপজেলার পানি পরিমাপক খাইরুল ইসলাম জানান, গত ৩ দিন ধরে স্থানীয় নদ-নদীগুলোতে জোয়ারের পানি ক্রমাগত বাড়ছে।
সদর উপজেলার পানি পরিমাপক মাহাতাব হোসেন জানান, মঙ্গলবার খাকদোন নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপরে রয়েছে। যা দুই দিন আগে ছিল ৪০ সেন্টিমিটার।
জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রেডিও অপারেটর গোলাম মাহমুদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।
এসজি
