আওয়ামী লীগকে ধুয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক!

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাচনের সময়ে ঘুষ বাণিজ্য, শালিস বৈঠকে ঘুষ বাণিজ্য হয়ে থাকে বলে জনসম্মুখে এমন বক্তব্য দিয়েছেন পার্শ্ববর্তী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। বিগত (৩ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪ ঘটিকায় বেতাগী বঙ্গবন্ধু অডিটোরিয়াম ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে জনসম্মুখে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে মন্তব্য করে বক্তব্য দেন।
বিগত দিনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নমিনেশনের তিনটির নাম প্রস্তাবের পাঠানোর জন্য প্রত্যেক প্রার্থীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও শালিস বৈঠক করতে হলে নেতাকর্মীদের টাকা দিতে হয় বলে জানিয়েছেন তিনি। তথ্যপ্রযুক্তির যুগে ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ইউটিউবে বক্তব্যটি ভাইরাল হয়েছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের (সাবেক) প্রচার সম্পাদক ও (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান প্রবাসী মোঃ রনি খান তাহার ফেইসবুক ওয়ালে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনেক মন্তব্য করেছেন।
এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গাজী আতাহার উদ্দিন আহমেদ বলেন, মিথ্যা বানোয়াট বক্তব্য কি বুজাতে চেয়েছেন তা আমার ধারনা নেই তবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারীর মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
এএজেড
