ভোলায় হাতে লিখা চিরকুটসহ ইমামের মরদেহ উদ্ধার

হাতে লিখা চিরকুট সহ মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা মাদ্রাসার দাওরার ছাত্র ও হাসমত বেপারী বাড়ির জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল হালিম (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।মৃত হালিম ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের ফারুক ফরাজীর ছেলে।
আঃ হালিম মঙ্গলবার রাতের যেকোনো সময়ে মসজিদের শয়নকক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় পাগড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন এলাকাবাসী। ফজরের নামাজের সময় নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মসজিদের মুসল্লীরা পুলিশকে খবর দিলে তাকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
এসময় পাশে একটি চিরকুট পাওয়া যায়।নিহত আব্দুল হালিমের দুই পত্নী ও এক ছেলে সন্তান রয়েছে বলে তার পরিবার সুত্রে জানাযায়। তবে আঃহালিম পারিবারিকভাবে আর্থিক লেনদেনের সমস্যায় ছিলেন বলেও জানা গেছে।
দৌলত খাঁন থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এএজেড
