ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার আরপাঙ্গাশিয়া খালে একটি ট্রলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের কালাম মৃধা, ফোরকান প্যাদা, নান্নু গাজী ও শাহীন খান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক মো. আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে ৮-১০ জনের ডাকাতদল ট্রলারে এসে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নোঙর করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ স্থানীয়দের সহায়তায় চার ডাকাতকে আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে দুটি ডেমি বন্দুক ও দশটি দেশীয় অস্ত্রসহ ট্রলার জব্দ করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, এ ঘটনায় কালাম মৃধাকে প্রধান আসামি করে থানায় ডাকাতির প্রস্ততি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও আমতলী থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে।
এসজি
