কলাপাড়ায় ডাকাতদের গুলিতে পুলিশসহ আহত ৪

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদের গুলিতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫-৬ সদস্যের ডাকাত দল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে এক মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার বলেন, প্রতিবেশী যুবক ইব্রাহীম টের পেয়ে ফোন দিয়ে স্থানীয়দের জড়ো করে এবং টহল পুলিশকে জানায়। পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলিয়ে যাওয়ার সময় গুলি করে। এতে পুলিশসহ চারজন আহত হয়েছেন। পুলিশের হাতে অস্ত্র থাকলে ডাকাতদের ধরা সম্ভব হতো।
এ ব্যাপারে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ডাকাতদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। তাদের গুলিতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে তদন্ত পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
