ডিসি, ইউএনওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরেকজন হলেন সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন।
রবিবার (১১ সেপ্টেম্বর) বরগুনা সহকারী জেলা জজ আদালতে এ মামলাটি করেন বরগুনা পৌর শহরের ব্যবসায়ী আবুল কালাম।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা পৌর শহরের এসএ অথবা আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত ৩২ একর জমি খাস খতিয়ানে নিয়ে এক বছরের জন্য বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। এ জন্য তারা ৭০ থেকে ১০০ বছর ধরে বসবাস করে আসছেন এমন অনেকের বিরুদ্ধেই মামলা দিয়েছেন। তাদের রেকর্ড বাতিল করে জমি খাস খতিয়ান করার জন্য ভূমি অফিসকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।
এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার নিজাম উদ্দিন জানান, ৩২ একর ভূমি খাস খতিয়ানে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সবাইকে একে একে নোটিশ দেওয়া হবে। আমার এখানে শুনানি হবে। পরে কেউ ক্ষুব্ধ হলে এডিসি রাজস্ব অফিসে শুনানি করতে পারবেন। এরপর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি হবে। সেখান থেকে ভূমি কমিশনেও যাওয়ার সুযোগ রয়েছে তাদের।
তিনি আরো জানান, আদালত আমাদের যে নির্দেশনা দেবেন তা আমাদের মানতে হবে। আদালত স্থগিত করলে আমরা প্রক্রিয়া বন্ধ রাখব।
এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান জানান, আদালত থেকে এখনো কোনো নোটিশ পাইনি। আদালত আমাকে নোটিশ দিলে আদালতের মাধ্যমে তার জবাব দেব।
এসআইএইচ
