আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আরেক নেতার মানহানির অভিযোগ

বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে নোটিশ দিয়েছেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. অলিউল্লাহ। সোমবার (১২ সেপ্টেম্বর) শাহ মো. অলিউল্লাহর পক্ষে অ্যাডভোকেট আশ্রাফুল ইসলাম শিল্পী এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ৩ সেপ্টেম্বর বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বক্তব্য দেয়ার সময় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান জনসম্মুখে বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা সদরসহ দলীয় মনোনয়ন পেতে যে ৩ জনের নাম প্রস্তাব করা হয় তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিতে হয়েছে। ইউনিয়ন পর্যায়ে নেতৃত্বে নির্বাচনেও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্পর্কে তিনি একই বক্তব্য দেন। ওই বক্তব্য সামাজিক মাধ্যমসহ জনসম্মুখে প্রচার হয়। এতে নোটিশ দাতার ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।
নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্য সন্তোষজনক জবাব না দিলে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথাও নোটিশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যে বক্তব্য ভাইরাল হয়েছে ওই বক্তব্য ওভাবে ছিলোনা। এটা দুঃজনক। আমি ঢাকায় আছি। এসে বিস্তারিত জানাবো।
এএজেড
