বরগুনায় ৬৩ হাজার কার্ডধারী পাচ্ছেন ওএমএসের চাল
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশের ন্যায় বরগুনায়ও চাল বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জেলার ৬ উপজেলায় মোট ৬৩ হাজার ২৬৫ জন টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে মাসে দু'বার ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে মোট ১০ কেজি চাল কিনতে পারবেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক মূল্যস্ফীতির দরুণ বৃদ্ধিপ্রাপ্ত চালের মূল্য সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ৯ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে বিবিধ পরিকল্পনা ও কৌশল গৃহীত হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৫০ লাখ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে। পাশাপাশি ওএমএস কার্যক্রমে টিসিবির কার্ডধারীদের সমন্বয় করে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে ওএমএস ডিলার সংখ্যা প্রায় তিনগুণ বাড়িয়ে ২ হাজার ৩৬৩ করা হয়েছে। ওএমএস ডিলারকে ১ মেট্রিকটন চালের জায়গায় ২ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ওএমএস এর মাধ্যমে বিতরণ করা প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রতি মাসে দু'বার ৫ কেজি করে মোট ১০ কেজি চাল কিনতে পারবেন।
বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলার ৬ উপজেলায় মোট ৬৩ হাজার ২৬৫ জন টিসিবি কার্ডধারী ওএমএস এর ডিলারদের কাছ থেকে চাল কিনতে পারবেন। এর মধ্যে বরগুনা সদরে কার্ডধারী রয়েছেন ১৯ হাজার ২৭১ জন, আমতলী ১২ হাজার ৩১৩ জন, পাথরঘাটা ১১ হাজার ৭২৮ জন, বেতাগী ৭ হাজার ৮৮১ জন, বামনা ৬ হাজার ৩৭৪ জন এবং তালতলীতে ৫ হাজার ৬৯৮ জন।
বরগুনা জেলা সদরে ১০ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন ১ মেট্রিকটন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে। পাশাপাশি জেলার বাকি ৫ উপজেলায় নিয়োগকৃত ১৫ জন ডিলারের মাধ্যমে দৈনিক ডিলার প্রতি ২ মেট্রিকটন হারে মোট ৩০ মেট্রিকটন চাল বিতরণ হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির লক্ষ্যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী টিসিবি কার্ডধারীরা ওএমএস এর লাইনের মাধ্যমে চাল কিনতে পারবেন। চাল দেওয়ার পর ডিলাররা কার্ডের পেছনে নমুনা সীল এবং উপরে প্রতিবার ১টি করে ছিদ্র করে দিবেন।
এসজি