বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি, জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগারে ঝড়ের কবলে পরে 'এফবি আনোয়ার' ও 'এফবি সুজন' নামের দুটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসময় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামের দুই জেলে নিখোঁজ হন। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ আগস্ট) ভোর রাতে সাগর থেকে ফেরার পথে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছাকাছি এ ঘটনা ঘটে।
ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। এবং আরো ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। নিখোঁজ জেলের মধ্যে সিদ্দিক প্যাদার বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে। আর সিরাজুল ইসলামের বাড়ি রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে ২৪ জন জেলে নিয়ে দুটি ট্রলার ডুবে যায়। আজ (মঙ্গলবার) দুপুরে অন্য একটি ট্রলার ডু্বে যাওয়া দুটি ট্রলারের ২২ জেলেকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ট্রলারডুবির ঘটনা জেনেছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারা। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
এএজেড
