সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পবিত্র লাইলাতুল মেরাজ সোমবার

পবিত্র লাইলাতুল মেরাজ সোমবার। ছবি: সংগৃহীত

মহিমান্বিত লাইলাতুল মেরাজ একটি পবিত্র রজনী। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় আগামী (২৭ জানুয়ারি) সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল মেরাজ পালন করবেন মুসুল্লিরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কুরআন তিলাওয়াত, রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে মেরাজ পালন করেন।

লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত তথা ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। তখন তিনি আল্লাহর দিদার লাভ করেন। অবলোকন করেন সৃষ্টি জগতের সবকিছুর অপার রহস্য। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। এই নামাজ মুমিনের মেরাজস্বরূপ।

৬২০ খ্রিস্টাব্দে পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহ তায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দিস বা মসজিদুল আকসায় গমন করেন।

এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফের সূরা বণী ইসরাইলের শুরুতেই বলা হয়েছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চতুর্দিকে আমার রহমত ঘিরে রেখেছেন-যেন আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই।

মেরাজের ঘটনায় বলা হয়েছে, মসজিদুল আকসায় রাসুল (সা.) জামাতে ইমামতি করে ঊর্ধ্বলোকে গমন করেন। বো জামাতে নবী-রাসুলরা অংশ নেন। এজন্য তাকে ইমামুল মুরসালিন বলা হয়। প্রতিটি আসমানে হযরত আদম (আ.) ও বিশিষ্ট নবীদের সঙ্গে বিশ্ব নবীর (সা.) সালাম ও কুশলাদি বিনিময় হয়। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এ পর্যন্ত হযরত জিবরাইল (আ.) তার সফর সঙ্গী ছিলেন।

পবিত্র ধর্ম ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে। কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয়টি বা নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক বা ফরজ হয়।

ইসলামী চিন্তাবিদরা লাইলাতুল মেরাজকে এভাবে পালনের অনুমতি দেন না, গ্রহণও করেন না। কেননা ঠিক কত তারিখে মেরাজ ঘটেছিল তার কোনো নির্ধারিত বিবরণ পাওয়া যায় না।

এ ব্যাপারে সাহাবাদের মধ্যেই মতভেদ ছিল। শুধু এতটুকু সঠিক করে বলা যায়, নবুয়তের দশম থেকে ত্রয়োদশ বছরের মধ্যে কোনো এক রাতে ঘটেছে মেরাজের ঘটনা ঘটে। এ ঘটনা সত্য।

মেরাজ শেষে ফিরে রাসূল (সা.) যখন এ সম্পর্কে বলেন তখন সবার আগে তা আমি বিশ্বাস করি বলে হজরত আবু বকর (সা.) সত্যায়ন করেন। এ কারণে তিনি সেদিন সিদ্দিক উপাধি লাভ করেন।

মেরাজের এ ঘটনা তখন অবশ্য কাফিররা বিশ্বাস করেনি। তবে আধুনিক যুগে চাঁদে গমন থেকে নানাভাবে এর বৈজ্ঞানিকভিত্তি মিলছে বলে আলেম সমাজ মনে করেন।

Header Ad
Header Ad

রয়্যাল এনফিল্ড কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ কিশোরের!

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল না কিনে দেওয়ায় অভিমানে শাফিন মণ্ডল (১৭) নামে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পোড়াদহ থেকে গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনের নিচে ঝাঁপ দেয় শাফিন।

শাফিন মণ্ডল হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের ট্রাকচালক মিলন মণ্ডলের একমাত্র ছেলে এবং এ বছর স্থানীয় মৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ছয় মাস আগে তার বাবা শাফিনের জন্য একটি নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেন। কিন্তু সম্প্রতি শাফিন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাবি জানায়। বাবা তার এই দাবি পূরণে রাজি না হওয়ায় শাফিন অভিমানে এমন চরম সিদ্ধান্ত নেয়।

শাফিনের প্রতিবেশী আমিরুল ইসলাম জানান, পরিবারের একমাত্র সন্তান হওয়ায় শাফিনের অনেক আবদার মেনে নেওয়া হতো। তবে এবারের দাবি পূরণে বাবা অস্বীকৃতি জানান। এরপরই এই মর্মান্তিক ঘটনার জন্ম হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া ফেলেছে। অভিভাবক এবং বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের আবেগ ও মনস্তাত্ত্বিক চাপের ব্যাপারে আরও যত্নশীল হওয়া প্রয়োজন।

Header Ad
Header Ad

রংপুরের টানা দ্বিতীয় হার, রাজশাহীর নাটকীয় জয়

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় হারের মুখ দেখলো রংপুর রাইডার্স। বিপিএলের ৩৪তম ম্যাচে রাজশাহী দলের কাছে ২ রানের রোমাঞ্চকর পরাজয় সয়ে নিতে হলো তাদের। বিদেশী খেলোয়াড়বিহীন রাজশাহী দলের সংগ্রহ ছিল মাত্র ১১৯ রান, যা একসময় অপর্যাপ্ত মনে হলেও তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচটি নাটকীয়ভাবে জিতে নেয় তারা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই রংপুর ব্যাটাররা চাপে পড়ে যায়। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই স্টিভেন টেলর আউট হন। এরপর সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান এবং অধিনায়ক নুরুল হাসান সোহানসহ গুরুত্বপূর্ণ উইকেটগুলো হারিয়ে ৭ উইকেটেই মাত্র ৪৯ রান তোলে রংপুর।

ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহের মতো অভিজ্ঞ ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন শেষ পর্যন্ত লড়ে যান। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। সাইফউদ্দিন ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেও দলের পরাজয় এড়াতে পারেননি।

রাজশাহী দলের ব্যাটিং লাইনআপও ধুঁকছিল। পাওয়ার প্লেতে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের শুরুর ব্যাটাররা ব্যর্থ হলেও আকবর আলি (১৯) এবং সানজামুল ইসলামের (২৮*) কার্যকর ইনিংস দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয়।

তাসকিন আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে রাজশাহী দারুণভাবে ম্যাচে ফিরে আসে। রংপুরের ব্যাটিং ধসের মূল কারিগর মৃত্যুঞ্জয়, যিনি ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে, রংপুরের খুশদিল শাহ বল হাতে ১৯ রানে ৩ উইকেট নিলেও ব্যাট হাতে তার ব্যর্থতা দলের জন্য চরম হতাশা হয়ে দাঁড়ায়।

সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী: ২০ ওভারে ৯ উইকেটে ১১৯।
রংপুর: ২০ ওভারে ৮ উইকেটে ১১৭।

রাজশাহীর এই জয় দলটির জন্য অনুপ্রেরণামূলক হলেও রংপুরের জন্য এটি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

Header Ad
Header Ad

সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই দুটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসনসংখ্যা কমানোর বিষয়ে আলোচনার জন্য তারা ঢাবি উপ-উপাচার্যের (শিক্ষা) কাছে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রুম থেকে বের হয়ে যেতে বলেন। তাদের স্মারকলিপি দেওয়ার ২১ দিন পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই অবরোধের পথ বেছে নিয়েছেন।

৫ দফা দাবি:

শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে উপ-উপাচার্যের ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। দাবিগুলো হলো:
১. ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর করতে হবে।
২. সীমিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তি: শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বজায় রাখা: প্রয়োজন অনুযায়ী শিক্ষক বাড়িয়ে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
৪. ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং চালু: নীতিমালা আরও কঠোর করার দাবি জানানো হয়েছে।
৫. ভর্তি ফির স্বচ্ছতা: মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখার ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে আন্দোলনের ফলে ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রয়্যাল এনফিল্ড কিনে না দেয়ায় ট্রেনের নিচে ঝাঁপ কিশোরের!
রংপুরের টানা দ্বিতীয় হার, রাজশাহীর নাটকীয় জয়
সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা
আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই: প্রেস সচিব
পুলিশের সংখ্যা পর্যাপ্ত, কিন্তু মনোবলের ঘাটতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট
মালয়েশিয়া-থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশি রোগীরা, কলকাতার হাসপাতাল ব্যবসায় ধস
২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়
বেতন-ভাতায় না পোষালে অন্য পেশায় চলে যান: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির ৩০ শিক্ষার্থী
নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়: মেজর হাফিজ
পদ্মশ্রী পাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং
‘মাকে খুশি করতে’ শিক্ষার্থী সেজে রাবিতে ক্লাস, চার মাস পর আটক
আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিলেন ডোনাল্ড লু
ভারতের প্রজাতন্ত্র দিবসে সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
মিলছে না আঙুলের ছাপ, সাইফের হামলাকারী বাংলাদেশি শরিফুল নন!
ক্ষমতায় বসেই ট্রাম্পের ঘোষণা: গাজা পুরোপুরি ‘সাফ’ করতে চাই
সিলেটকে বিদায় করে প্লে-অফে বরিশাল
এবার যুক্তরাজ্যের এমপি পদ হারানোর শঙ্কায় টিউলিপ
বাংলাদেশের উন্নয়নের বন্ধু চীন: জামায়াত আমির