ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। এ সময় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের হযরত ইউসুফ (আঃ)-এর সমাধিতে নিয়ে যাওয়া হয়।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার নাবলুস এলাকায় অন্তত ৩০টি ইসরায়েলি সামরিক গাড়ি প্রবেশ করে। তারা ইহুদি বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। ইউসুফ (আঃ)-এর সমাধি মুসলিম এবং ইহুদি উভয়ের কাছেই সম্মানের স্থান। তবে এই স্থান নিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা যায়।
ওয়াফা আরও জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রামাল্লাহর পূর্বে অবস্থিত বুরকা গ্রামে হামলা চালিয়েছে। সেখানে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার ও সহিংসতা ক্রমেই বাড়ছে।
গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা নিয়মিতভাবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও অন্যান্য সম্পত্তিতে হামলা চালিয়ে যাচ্ছে। এই সহিংসতা ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে।