হজ নিবন্ধনের শেষ তারিখ ২৩শে অক্টোবর: ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা
ছবি: সংগৃহীত
আগামী বছর ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য ধর্ম মন্ত্রণালয় ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার বিশেষ অনুরোধ জানিয়েছে। রোববার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকারের রোডম্যাপ অনুযায়ী ২৩ অক্টোবর থেকে মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি কার্যক্রম শুরু হবে। এতে উল্লেখ করা হয়েছে, তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ না করলে, হজযাত্রীরা মিনা ও আরাফার কাঙ্ক্ষিত জোনে তাঁবু পাওয়ার সুযোগ হারাতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সময়মতো তাঁবু বরাদ্দ না পেলে হজযাত্রীদের জামারাহ থেকে দূরের পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা অঞ্চলে অবস্থান করতে হতে পারে। এ ধরনের স্থানে অবস্থান করলে প্রখর রোদ ও প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ পথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য ভীষণ কষ্টকর হবে।
হজযাত্রীদের এই ভোগান্তি এড়াতে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।