সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সনাতন ধর্মে পবিত্র মনে করা হয় যেসব গাছ

ছবি- সংগৃহীত

মানুষের প্রাণ ধারণের অমূল্য উপাদান অক্সিজেন। আর অক্সিজেনের আধার গাছ। একই সঙ্গে কার্বন-ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্যও ঠিক রাখে গাছ। জীব-বৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

শুধু পরিবেশ নয়, ধর্মীয় আচার-অনুষ্ঠানেও রয়েছে গাছের প্রয়োজনীয়তা। বিশেষ করে সনাতন ধর্মে গাছপূজার প্রচলন রয়েছে। শাস্ত্র মতে, যে ব্যক্তি একটি অশ্বত্থ, একটি নিম, ১০টি তেঁতুল, তিনটি কৈথ, তিনটি বেল, তিনটি আমলকি ও পাঁচটি আম গাছ লাগান, তিনি পুণ্যাত্মা। সনাতন ধর্মে পূজনীয় গাছগুলো হলো-

অশ্বত্থ
সনাতন ধর্মে অশ্বত্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। এ গাছের গোড়া থেকে শুরু করে পাতা পর্যন্ত দেবদেবীর বাস। গীতাতে, শ্রীকৃষ্ণ বলেছেন, "হে পার্থ, গাছের মধ্যে আমি অশ্বত্থ।" এর প্রতিটি উপাদান যেমন বাকল, পাতা, ফল, বীজ ও শিকড় সবই খুব কার্যকর। প্রায় প্রতিটি হনুমান ও শনি মন্দিরে এই গাছ দেখা যায়। নিজের ও পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল কামনায় সপ্তাহের প্রতি শনিবারে এই গাছকে পূজা করা হয়। আবার বিভিন্ন ছোঁয়াচে রোগ ও শত্রুদের হাত থেকে বাঁচতে এ গাছের উপাসনা করা হয়। একে বোধি গাছও (Bodhi Tree) বলা হয়। এই গাছের তলায় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন।

তুলসি গাছ
হিন্দুদের অধিকাংশ ধর্মীয় অনুষ্ঠানে তুলসী পাতা ও গাছ ব্যবহার করা হয়। এই গাছ যদি বাড়ির উঠানে জন্মায়, তবে তা শুভ বলে মনে করা হয়। কারণ,হিন্দু ধর্মে বলা হয়েছে, কৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে দেবী বিরিন্দা তুলসী পাতা হিসেবে জন্ম নেন। আবার প্রাচীন বেদে উল্লেখ করা হয়েছে যে, তুলসী গাছের কাঠের স্পর্শ একজন ব্যক্তিকে শুদ্ধ করে তুলতে পারে। দেহ, মন ও আবেগকে শুদ্ধ করতে তুলসী পুঁতি দিয়ে তৈরি মালা গলায় পরা প্রয়োজন। এ গাছ ঔষধি ও রোগ নিরাময় বৈশিষ্ট্যের জন্য আয়ুর্বেদেও মূল্যবান।

কলা গাছ
কলা গাছের ফলকে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর উদ্দেশে উৎসর্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার কলা গাছের পাতা গণেশকে অর্পণ করলে তাও শুভ বলে বিবেচিত হয়। এ গাছের পাতাগুলি বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক প্যান্ডেলগুলি সাজাতে ব্যবহৃত হয়। এ ছাড়া এগুলি খাবার ও প্রসাদ পরিবেশন করতে ব্যবহৃত হয়। বিশেষ করে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ধূপ-ধূনো, ফল, ফুল, হলুদ ইত্যাদি দিয়ে এই গাছের উপাসনা করলে পরিবারে সমৃদ্ধি বাড়ে বলে বিশ্বাস করা হয়।

পদ্ম
সনাতন ধর্মে প্রচলিত, প্রত্যেক মানুষের অভ্যন্তরে পদ্মের পবিত্র আত্মা বিদ্যমান। কারণ ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, ভগবান বিষ্ণুর নাভির ভেতর থেকে জন্ম নেয় পদ্ম, আর ব্রহ্মা পদ্মের কেন্দ্রে বসে থাকেন। তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে ফুলটি জীবন, উর্বরতা আর পবিত্রতার প্রতীক। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও পদ্ম ফুলকে পবিত্র মনে করে।

বট গাছ
বটগাছকে বলা হয় ভক্তদের জন্যে ঈশ্বরের দেওয়া আশ্রয়স্থল। বহু প্রাচীন ভারতীয় গ্রন্থ ও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে, বটগাছ ঐশ্বরিক স্রষ্টাকে উপস্থাপন করে এবং মানব জীবনের দীর্ঘায়ু কামনার প্রতীক হিসেবে পূজিত হয়। গাছটি 'বট বৃক্ষ' নামেও পরিচিত। এই গাছ উর্বরতার প্রতীক তাই অনেকে বিশ্বাস করেন, এই গাছের পূজা করলে গর্ভধারণের ক্ষেত্রে নিঃসন্তান দম্পতির সহায়তা হতে পারে। বট গাছ কেটে ফেলা অশুভ বলে মনে করা হয়।

বেল গাছ
সনাতন ধর্মে বেল গাছের সঙ্গে শিব ওতোপ্রতোভাবে জড়িত। বিশ্বাস করা হয়, এর পাতা ও ফল দিয়ে পূজা করলে দেবাদিদেব সন্তুষ্ট হন। বেল গাছের ত্রিনেত্র বিশিষ্ট পাতা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তিন ভগবান - ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর বা শিব যথাক্রমে সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক। এই পাতাগুলি শিবের তিনটি চোখ হিসেবেও বিবেচিত হয়। এছাড়া, এ গাছের সমস্ত অংশে ঔষধি গুণ রয়েছে। এটি আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে বেশি ব্যবহৃত হয়।

অশোক গাছ
একটি মাঝারি আকৃতির চিরসবুজ ছায়াদানকারী বৃক্ষ। সুন্দর, সুগন্ধযুক্ত লাল ও হলুদ ফুল ধারণ করে গাছটি। এটিও সনাতন ধর্মে একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয়। শুধু সনাতন ধর্ম নয়, বৌদ্ধ ও জৈন ধর্মেও এটিকে পবিত্র গাছ হিসেবে মানা হয়। এ গাছের সমস্ত অংশে ঔষধি গুণ রয়েছে। যেমন - স্নায়ুগত রোগ, অর্শ্ব, চর্ম রোগ ইত্যাদিতে খুবই উপকারী।

চন্দন গাছ
চন্দন গাছ সবচেয়ে পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয় সনাতন ধর্মে। ভারতবর্ষে সমস্ত পূজা অনুষ্ঠানে এটি ব্যবহৃত হয়। তবে চন্দন গাছ সেই অর্থে ব্যবহৃত না হলেও মূলত এর কাঠ ব্যবহৃত হয়, যা অত্যন্ত সুগন্ধযুক্ত। চন্দন কাঠ গুঁড়ো করে পূজায় ব্যবহার করা হয়। ভক্তদের কপাল তিলক কাটতেও ব্যবহৃত হয়; যা ধর্মীয় তাৎপর্য বহন করে।

নিম গাছ
শাস্ত্রে নিম গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিমের কাঠ থেকে শুরু করে পাতা- সব কিছুরই নিজস্ব গুরুত্ব রয়েছে। আবার দক্ষিণ দিককে মঙ্গলের দিক মনে করা হয়। নিম গাছ মঙ্গলের পরিস্থিতি নির্ধারণ করে। মঙ্গল শুভ প্রভাব দেবে না কি, অশুভ প্রভাব বিস্তার করবে, তা নিম গাছের পরিস্থিতি দেখে জানা যায়। দক্ষিণ দিকে নিমের বড় গাছ থাকা উচিত। দক্ষিণমুখী বাড়ির প্রবেশদ্বারের দ্বিগুণ দূরত্বে নিমের সবুজ গাছ থাকলে বা দ্বিগুণ বড় বাড়ি থাকলে দক্ষিণ দিকের প্রভাব কমে যায়।

আমলকি
আমলকি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। আবার একাদশী তিথিতে আমলকির পূজা করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। আমলকি নবমীর দিনে এ গাছের পূজা বিশেষ ফলদায়ী।

শমি
এ গাছের পূজা করলে শনির আশীর্বাদ পাবেন। প্রতি শনিবার শমি গাছের তলায় সরষের তেলের প্রদীপ জ্বালালে শনি প্রসন্ন হন এবং জীবনের সমস্ত কষ্ট দূর হয়। এর প্রভাবে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। এ ছাড়া শমির পাতা শিবকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন।

আম
আবার সনাতন ধর্মে কোনো মঙ্গল অনুষ্ঠানে আম পাতার ব্যবহার লক্ষ করা যায়। লক্ষ্মী পূজায় আমপাতার ব্যবহার করা হয়। আবার বিবাহ বা অন্য কোনো মঙ্গল অনুষ্ঠানে দরজা আমপাতা দিয়ে সাজানো হয়। এমনকি নিয়ম-আচারের আমপল্লবের ব্যবহার লক্ষ করা যায়। শাস্ত্র অনুযায়ী, ৫ অথবা তার চেয়ে বেশি আম গাছ রোপণ এবং তার যত্ন করলে দুর্লভ যজ্ঞের ফল লাভ করা যায়।

এমএস/এসএন

Header Ad
Header Ad

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার  

ছবিঃ ঢাকাপ্রকাশ

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিস্তারিত আসছে...

Header Ad
Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট ১,০৩০ টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী। সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২,৬৫৮ টি, বি ইউনিটে (কলাও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩,৭৯২টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯,৯৫২ টি।

গত ২৮ ফেব্রুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও পেমেন্ট প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে ১,০৩০ টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী পেমেন্ট সম্পন্ন করেছে। ফলে প্রতি সিটের বিপরীতে লড়বে ৬৪ জন পরীক্ষার্থী।

'এ' ইউনিটের আসন সংখ্যা ৩৫০ টি। 'বি' ও 'সি' ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০ টি। 'এ' ইউনিটের একটি আসন পেতে লড়বে ৯৩ জন, 'বি' ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন এবং 'সি' ইউনিটে লড়বে ৪১ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, '৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। আমরা আগামীকাল সেন্ট্রাল কমিটির সাথে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব।'

এ বিষয়ে তিনি আরও বলেন, 'যেহেতু এবার আবেদন বেশি পড়েছে কোটবাড়িতে যদি কেন্দ্র সংকুলান না হয় তাহলে আমরা কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে ওখানে কেন্দ্র স্থাপন করব।'

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় 'সি' ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের লিজ দেওয়া জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল সংবাদ সম্মেলনে স্থানীয় ভূমিদস্যুদের কৌশল ও দাপটের বিষয় তুলে ধরেন।

শনিবার (১ মার্চ) দুপুর ২ টায় ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল জানান, বিদ্যালয়ের গিলাঝুকি মৌজায় ৭.৯৩ একর জমিতে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে একটি পুকুর খনন করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে টেন্ডারের মাধ্যমে ৩ বছরের জন্য সেরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ওই পুকুরের ইজারা দেওয়া হয়। তবে, পুকুর খনন করা জমির মালিকানা দাবি করে জনৈক এনামুল হক হীরা নামের ব্যক্তি আদালতে মামলা করেছেন, যার নোটিশ বিদ্যালয় কর্তৃপক্ষও পেয়েছে। এ বিষয়ে আদালতের বিচারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য যথাসময়ে আদালতে পেশ করবে।

প্রধান শিক্ষক বুলবুল আরও জানান, এনামুল হক হীরা ইজারাদারকে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে স্ট্যাম্পে সই নিয়ে নিয়মবহির্ভূতভাবে ইজারাদারি হস্তান্তর করেন। এরপর তিনি ওই পুকুরপাড়ে গাছ রোপণসহ বিভিন্ন অপকর্ম শুরু করেন। এতে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় স্থানীয় বাসিন্দারা এক সভা করে কথিত ইজারাদারের স্থাপনা গুড়িয়ে দেন।

এছাড়াও, প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল উল্লেখ করেন যে, এনামুল হক হীরা বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে ১২টি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের জমি ও পুকুর দখল চেষ্টাকারী এনামুল হক হীরা ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত এনামুল হক হীরা চৌধুরী বলেন, ‘‘আমি পৈত্রিক সূত্রে স্কুলের জমি পেয়েছি এবং সে অনুযায়ী মামলাও করা হয়েছে।’’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার  
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন
মিঠাপুকুরে স্কুলের লিজকৃত জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ওসির বাড়িতে ডাকাতি: গুলি করে নিয়ে গেছে ৩টি গরু  
ওবায়দুল কাদের দেশেই আছেন দাবি সাংবাদিক ইলিয়াসের
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত সুজনের মানবেতর জীবন
হিমাগারে আলু রাখতে কেজিতে লাগবে পৌনে ৭ টাকা
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
আদালতে কাঁদলেন কামাল, বললেন আর আওয়ামী লীগ করব না (ভিডিও)
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন, কয়েক কারখানায় ছুটি
পুরো গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পরিকল্পনা ইসরায়েলের
পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস
যাদের হাতে উঠল এবারের অস্কার  
মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া  
লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  
সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ থেকে সবাই একটু সাবধান থাকবেন : মির্জা আব্বাস  
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮