কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আলেমদের সমর্থন
রাজধানীর আগারগাঁওয়ে লায়নস ফাউন্ডেশন অডিটোরিয়ামে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) আয়োজিত আলোচনা সভায় আলেমরা
টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তি এবং ফসল উৎপাদনে জীব প্রযুক্তির ব্যবহারে ইসলামি শরিয়ায় কোনো নিষেধ নেই বলে জানিয়েছেন দেশের আলেমরা।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে লায়নস ফাউন্ডেশন অডিটোরিয়ামে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান তারা।
কৃষি উদ্ভাবন, জীব প্রযুক্তি ও জিন এডিটিং বিষয়ে সভায় আলোচনা হয়। এ বিষয়ে সঠিক বৈজ্ঞানিক তথ্য সবার মাঝে ছড়িয়ে দিতেই এবং সামাজিক সচেতনতা ও গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেন বক্তারা।
কীভাবে ইসলাম ও বিজ্ঞানভিত্তিক কৃষি উদ্ভাবন মানব কল্যাণে এবং দেশের কৃষির উন্নতিতে অবদান রাখতে পারে তা নিয়েও আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- এফএফবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, ‘আলেম সমাজ কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং এর প্রয়োজন
সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, নিরাপদ খাদ্যের প্রাপ্যতা এবং খাদ্যে ভেজাল রোধ করতে সবার একসঙ্গে কাজ করা উচিত।
বাংলাদেশে কৃষি-বায়োটেকনোলজি বা জিন এডিটিংয়ের প্রয়োগ ও উপযোগিতা বিষয়ে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম।
তিনি বলেন, ‘বিজ্ঞান ও ধর্ম পরস্পরবিরোধী নয় এবং বাংলাদেশের জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করতে কৃষি উদ্ভাবনের ওপর জোর দেওয়া উচিত। আলেমদের কথা সবাই মানে এবং সেই অনুযায়ী কাজ করে। তাই তারা কৃষি প্রযুক্তিবিষয়ক তথ্য ও সচেতনতা বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’
আধুনিক কৃষি প্রযুক্তির গুরুত্ব এবং ইসলামে জৈবপ্রযুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম
কামরুজ্জামান।
তিনি বলেন, ‘আমারা বিজ্ঞানীরা কৃষি উন্নয়নে জীব প্রযুক্তির যে ব্যবহার ও গবেষণা করি, এর সবই মানব কল্যাণের জন্য। ধর্মের সঙ্গে এ গবেষণা কর্মের বিবাদ নেই। ইসলামি শরিয়াহ যেহেতু মানব কল্যাণের জন্য জাগতিক পদ্ধতি অনুমোদন করে, তাই কৃষির এই উদ্ভাবনকেও অনুমোদন করবে।’
কৃষি উদ্ভাবনের প্রচারে ধর্মীয় নেতাদের গুরুত্ব তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামিক আলেমরা জীব প্রযুক্তির ধারণা ও প্রক্রিয়ার প্রতি সমর্থন করেন, কারণ এটি মানবজাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।
সভায় ছিলেন খতিব মাওলানা আ. কাহহার, খতিব সাদিকুর রহমান আজহারি, মুহাদ্দিত মাহমুদুল হাসান, খতিব মো. হেদায়েতুল্লাহসহ আরও অনেকে।
এসএন