রমজানের মাসআলা-১৮
রোজা ফরজ হওয়ার বয়স
রোজা ও নামাজ ফরজ হওয়ার জন্য বয়স মুখ্য নয়, বালিগ হওয়া বা সাবালকত্ব অর্জন করাই রোজা ও নামাজ ফরজ হওয়ার বয়স। বিজ্ঞজনদের মতে, বাংলাদেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতায় এটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে তের থেকে পনর বছর এবং মেয়েদের ক্ষেত্রে এগার থেকে তের বছরে হয়ে থাকে। যদিও ক্ষেত্র বিশেষে নয় বছরেও হতে পারে।
মূলত শরীর স্বাস্থ্য বৃদ্ধি, বংশগত, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন প্রভাবক ও কিছু উদ্দীপক এ ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করে। এ সময় ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। কণ্ঠস্বর পরিবর্তন হয়, আচরণে পার্থক্য ও নতুনত্ব আসে। নারী বা পুরুষ সত্তার বিকাশ, প্রকাশ ও স্বাতন্ত্র সৃষ্টি হয়। এ সময় থেকে রোজা পালন ও নামাজ আদায় করা ফরজ হয়।
নামাজ-রোজা ফরজ হলে তা পালন না করলে কাজা আদায় করতে হয়; রোজা রেখে ভাঙলে কাফফারাসহ আদায় করতে হয়। এ সময় থেকে তাদের সওয়াব ও গুনাহ লেখা শুরু হয়। অবহেলা করে রোজা না রাখা অনেক বড় গুনাহ।
মা-বাবা বা অভিভাবক যদি তাদের রোজা রাখতে নিরুৎসাহিত করেন, তাহলে তারাও গুনাহগার হবেন। তবে কেউ অসুস্থ বা অক্ষম হলে তার জন্য কাজা বা ফিদইয়ার বিধান রয়েছে। (ফাতওয়া শামী)
এসএ/