বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

একুশ শতকের কৃষি ও রাজনীতি

কৃষকের মাঠে মাঠে এখন পাকা ধানের গন্ধ। পাকা ধানের গন্ধের চাইতে কৃষকের কাছে সুখকর সংবাদ আর কি হতে পারে। সাম্প্রতিক সময়ে আরো কয়েকটি এমন সুখের সংবাদে ফেসবুক সয়লাব হয়ে আছে সেটা হল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।

আশা জাগানিয়া এ খবরে আমরা আশাবাদী হতেই পারি। কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, যে কৃষক ধান উৎপাদন করছে সেই কৃষকের ধান কাটার আর্থিক সামর্থ্য থাকছে না। কেন থাকছে না নেই এটা ভাববার বিষয়। কৃষির অতি যান্ত্রিকিকরণ, কৃষিপণ্যের ন্যায্যমুল্য নিশ্চিত না হওয়া, উৎপাদন কৌশলের বিবর্তন, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসুত্রিতা ইত্যাদি কারণেই এমনটি হচ্ছে বলে মনে হচ্ছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে যে খাতগুলোর সমস্যা আজও সমাধান হয়নি বলতে গেলে অবহেলিত সেগুলোর মধ্যে কৃষি খাত অন্যতম। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অনিশ্চিত, মধ্যস্বত্বভোগীদের দাপটে কৃষি পণ্য বিপণন এর ক্ষেত্রে জমে থাকা সমস্যা, উত্তরাঞ্চলে উৎপাদন মৌসুমে হিমাগারের অভাবে নষ্ট হয়ে যাওয়া আলু কৃষির বড় সমস্যাগুলোর অন্যতম।

উল্টো ধনি ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্দ্যেগে তৈরি হিমাগারে আলু সংরক্ষণ করে পাঁচ গুণ লাভ ঘরে তুললেও কৃষক সেই মূল্য ভরা মৌসুমে পায় না। যে হারে কৃষি পণ্য উৎপাদনের উপকরণের দাম বেড়েছে ধানের দাম সেভাবে বাড়েনি কিন্তু সরকার গত মাসে মজুদ ঘাটতি দেখিয়ে ইউরিয়া সার কেজিপ্রতি ৫ টাকা হারে বাড়িয়েছে। অন্যান্য সারও কীটনাশক থেকে শুরু করে উৎপাদিত কৃষি উপকরণের দাম বেড়েছে জ্যামিতিক হারে। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষিই দেশের সমৃদ্ধির মূল কারণ। দীর্ঘদিন ধরে এই কৃষকই বাঁচিয়ে রেখেছে গরীব এই দেশটিকে। সমস্যা একটাই এই তথ্যটি যতটা কাগজে-কলমে ততটা বাস্তবে নেই।

প্রত্যেকটা কৃষি পণ্যের দাম গ্রাম থেকে শুরু করে রাজধানীতে মূল্য ব্যবধান প্রায় তিনগুণ। ব্যবসায়ীরা জানিয়েছেন মোড়ে মোড়ে চাঁদা দিতেই তাদের এই পর্বত সমান ব্যবধান তৈরি হয় এতে তাদের আসলে করার কিছুই থাকে না। এই প্রচলিত সমস্যাটাও ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে চড় সমস্যা বলে অনেকেই মনে করে।

কৃষিতে বিগত তিন দশকের রাজনৈতিক সিদ্ধান্তের দিক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটা যতটা না কৃষকের অনুকূলে ছিল তার চাইতে বেশি ছিল ব্যবসায়ীদের অনুকূলে। চাউলের দাম বেড়েছে দফায় দফায়। আমরা কি জানি এই দাম বাড়ার অতিরিক্ত অর্থ কৃষক কতটুকু পায়? তাদের ধানের দাম আদতে বেড়েছে কিনা?

১ কেজি সুগন্ধি ধান কৃষক সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করে। কৃষকের সেই ধান যখন চাউল হয়ে ভোক্তা পযার্য়ে পৌছায় তখন সেটার দাম বেড়ে দাঁড়ায় ১৫০ টাকা। এখানে বঞ্চিত, শোষিত কৃষক বরাবরের মত উপকৃত ব্যবসায়ীরা। সরকার সবসময়ই বলে আসছে সে কৃষি বান্ধব। সরকার কি জানে শতকরা ৪% হারে প্রণোদনার কৃষি ঋণ কয়জন কৃষক পায়। পেলেও সেই টাকা হাতে আসা পযর্ন্ত সংশ্লিষ্টদের কতটা তৈল মর্দন করতে হয়।
এভাবেই বিভিন্ন সময় কৃষকের উন্নতির নামের সরাসরি উন্নতি হয়েছে ব্যবসায়ীদের। বাংলাদেশের পাট, মাছ, সবজি, চিংড়ি, ফল রপ্তানির বাজার দিন দিন সংকুচিত হচ্ছে, বিশ্বে নতুন বাজার সন্ধান করে রপ্তানি উদ্যোগ নেওয়ার দাবি কৃষকদের দীর্ঘদিনের। সরকার সেদিকে নজর দেয়নি কোন দিন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশী কমিউনিটিতে বিক্রি হয় ভারতীয় সবজি । গত ২০১৯ সালে রাশিয়া বাংলাদেশ থেকে সাত থেকে আট লক্ষ টন আলু আমদানির ইচ্ছা পোষণ করলেও সরকার রাজনৈতিক সিদ্ধান্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে সঠিক সময়ে সেটা করতে পারেনি। ঠিক একই ভাবে ২০১৭ সাল থেকে জাপান ও ইংল্যান্ড খিরশাপাতি আম আমদানির আগ্রহ প্রকাশ করলেও ঝুলে আছে সে প্রক্রিয়া। সরকারি সিদ্ধান্ত থাকলেও বিগত তিন দশকে কোন সরকারই কৃষকেদের এই জমে থাকা সমস্যার সমাধানে এগিয়ে আসেনি। তথাপিও কৃষকদের উদ্ভাবনী শক্তির অবদানে বিগত কয়েক বছরে বাংলাদেশ কৃষি পণ্য উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জন করে। ব্যক্তি উদ্যোগের পাশাপশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে আমরা কম আয়তন নিয়েও আরো বেশি দূর এগোতে পারতাম তবু ও স্বাধীনতার ৫২ বছরে বিশ্ব দরবারে আমাদের কিছু সাফল্য সবার নজর কাড়ে। খাদ্য ও কৃষি সংস্থা এফওএ, বাংলাদেশ ব্যাংক, অর্থমন্ত্রণালয়, ইউএসএ কৃষি বিভাগ ২০২১ সালে একটি আশাব্যঞ্জক পরিসংখ্যান তুলে ধরে সেখানে দেখানো হয় বিশ্বের বেশ কয়েকটি খাতে বাংলাদেশ বিশ্বে শ্রেষ্ঠতম অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশ সারা পৃথিবীতে ইলিশ উৎপাদনে প্রথম স্থান ধরে রেখেছে, পাট উৎপাদনে অর্জন করেছে দ্বিতীয় অবস্থান। মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, পোশাক রপ্তানিতে দ্বিতীয়, আম উৎপাদনে অষ্টম, কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, পেয়ারা উৎপাদনে অষ্টম, ধান উৎপাদনের চতুর্থ, প্রবাসী-আয় অর্জনে অষ্টম। এখানে ভারত প্রথম, দ্বিতীয় আমরা, ভালো করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের কি আরো ভালো করার সুযোগ ছিল না! অবশ্যই ছিল, কিন্তু কেন সেটা হলো না।

ছাত্রলীগের কর্মীরা মাঠে ধান কাটার যে মিডিয়া কাভারেজ আমরা দেখি, দরিদ্র কৃষকের অর্থসাশ্রয় করার যে প্রচেষ্টা আমরা দেখি তার চাইতে বেশি জরুরী কৃষকের সকল জাতীয় সমস্যার সমাধান। এভাবে কৃষকের জমিতে ধান কাটার মায়াকান্না না করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে কৃষকের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরী। একুশ শতকে ভারত ও চায়নার কৃষির কাছাকাছি যেতে হলে এছাড়া আর কোন গত্যন্তর আছে কি? আর যদি আমরা সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে না পারি তাহলে উৎপাদনমুখি বিশ্বব্যবস্থায় আমরা দুর্ভিক্ষকে বরণ করে নিতে বাধ্য হবো। সবচেয়ে বড় কথা হলো বিশ্বায়নের এই যুগে কৃষিকে না বাঁচিয়ে বাঁচবো না আমরা, বাঁচবে না আমাদের রাজনীতি, অর্থনীতি কৃষি ও সংস্কৃতি।

 

 লেখক: প্রাবন্ধিক, গল্পকার ও শিক্ষা গবেষক

 

ডিএসএস/ 

Header Ad
Header Ad

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক(জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সুবক্তগীন।

বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মোঃ সুবক্তগীন ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী/পশ্চিমাঞ্চল, প্রধান প্রকৌশলী/পূর্বাঞ্চলের সহ অনেক গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্বে করেছেন।

Header Ad
Header Ad

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বুধবার মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও দুই-তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও দুই-তিনজনের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

Header Ad
Header Ad

বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে খেলতে পারছেন না সাকিব আল হাসান। নিজের ক্যারিয়ারে প্রথমবার মিস করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে যা দেশের ক্রিকেটের জন্য বড় ব্যর্থতা।

বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) মিরপুরে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন শেষে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘সাকিব বাংলাদেশে খেলতে পারছে না এটা আমাদের সবার জন্য ব্যর্থতা। সেখানে যদি আমরা একটু বিচক্ষণ হতাম তাহলে ভালো হতো। দেশের সবচেয়ে বড় ক্রিকেটার সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে পারবে না, এটাতে ক্রিকেটাররা সবাই হতাশ। ওর না থাকা সবারই খারাপ লেগেছে।’

সাকিবের রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা থাকলেও সুজন মনে করেন, ‘ক্যারিয়ারের শেষ দিকে এসে সাকিব রাজনীতি করেছে। তবে সারা বাংলাদেশ ওকে চেনে ক্রিকেটার হিসেবে। ওর উত্থান ক্রিকেটার হিসেবে। সারা বিশ্বে পরিচিতি ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারবো না। তবে ওই ৭-৮ মাস সময়টা ওর এত লম্বা ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে। সেখানে আমরা যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম... দেশের একটা ক্রিকেটার, দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না। ক্রিকেটাররাও সবাই হতাশ আমার মনে হয়। সবাই হয়তো মাইকের সামনে বলতে পারে না। কিন্তু ক্রিকেটাররাও হতাশ। কারণ সাকিবের সব ক্রিকেটারের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাইকে সবভাবে সহযোগিতা করে সে। তো খারাপ লাগছে, এটাই।’

শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। যদিও এখনও মালিকের সাথে কোন কথা হয়নি তার, ‘ভেরি আনফরচুনেটলি এখনও আমার সঙ্গে দেখা হয়নি। ডেফিনিটলি হয়তো বা হবে। দুই একদিনের মধ্যে হয়তো হবে। আমি ব্যস্ত ছিলাম, উনিও ব্যস্ত থাকেন অবশ্যই। ডেফিনিটলি ঢাকা টিম বানিয়েছে, প্রত্যেকটা টিম তো বানায় ভালো কিছুর আশায়, ফাইনাল খেলার আশায়, চ্যাম্পিয়ন হওয়ার আশায়। এই ফরম্যাটটায় তো অবশ্যই লাক লাগে, যদি লাক ফেভার করে তাহলে হোয়াই নট? কথা হলে বুঝতে পারবো, ওনার প্রত্যাশাটা কী।’

বৃহস্পতিবার প্রথম বারের মতো অনুশীলন করেছে ঢাকা। যদিও অনুশীলনে কোন প্রাণ ছিল না। কেননা বিদেশি ক্রিকেটাররা দলের সাথে যুক্ত হন না। এই কারণে দেখা যায় অনুশীলনে সেভাবে প্রাণ থাকে না। প্রথম দিনের অনুশীলন নিয়ে সুজন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যেটা হয় বিপিএলের ফার্স্ট ডেতে অনুশীলন খুব একটা ভালো হয় না। ফরেইন প্লেয়াররা আসে না, লোকাল প্লেয়াররা অনেকে রেস্টে থাকে। একটা টুর্নামেন্ট শেষ হলো, অবশ্যই তাদের একটা রেস্ট দরকার, ফাস্ট বোলার যারা আছে বা যারা ন্যাশন্যাল প্লেয়ার আছে তারাও উইন্ডিজ থেকে একটা লম্বা ট্যুর করে এসেছে। তাদের বিশ্রাম দরকার। তারপরও মোস্তাফিজ এসেছে, লিটন আসেনি, মুগ্ধকে পাইনি, তামিম ছিল না। বাট অ্যাগেইন একটা গেট টুগেদার। ইনফ্যাক্ট তাদের ট্রেনিংয়ের থেকে ছেলেরা খেলার মধ্যেই ছিল, তবে যখন সম্পূর্ণ টিম আসবে, তখন ভালো লাগবে।’

আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। টুর্নামেন্ট শুরুর আগে উইকেটের আচরণ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এবারের আসরে ভালো উইকেটের প্রত্যাশা সুজনের, ‘টি-টোয়েন্টির উইকেট যে রকম হয় ওই রকম প্রত্যাশা থাকবে। আশা করি, কিউরেটররা সেভাবেই বানাবে। অবশ্যই তারা চেষ্টা করে ভালো কিছু দিতে। আশা করি, এবারও ভালো দিতে পারবে। যদি ফ্ল্যাট উইকেট হয়, রানের খেলা হয়, যেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকে। ভালো উইকেটে অবশ্যই বোলারদের স্কিলের প্রয়োজন ব্যাটারদের ডিফেন্ড করার জন্য। আমি বিশ্বাস করি বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায়। দর্শকরা আনন্দ পায়। আমি চাই যে রানের খেলা হোক, ভালো উইকেট থাকুক সেটা আমি চাই।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম
বিডা’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ইলন মাস্ক
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস
লামায় ত্রিপুরাদের পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন উপদেষ্টারা
সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা
বগুড়া কারাগারে সাবেক এমপি রিপুর ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার
সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত
সচিবালয়ে আগুনের ঘটনায় যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ