আতাউর রহমান এর কবিতা চিত্র
এই নাও কয়েকটি অন্ধকারমাখা পাঁজর, পলেস্তারা
খসে পড়া সাদাকালো স্বপ্ন,
দীর্ঘ অনাহার জিইয়ে রাখা এই নাও পাকস্থলী,
সমুদয় দৃশ্য খসে পড়া অমাবস্যা জড়িত দুটো আকাশ,
এই নাও বাজেয়াপ্ত ঠোঁটের শিকলাবদ্ধ উচ্চারণ
দীর্ঘ পথ আর পায়ের পাথর;
তুলে নাও অবশিষ্ট রঙ, জলের অনীহামাখা
ধুলোবালি, নদী,
ঝরাপাতা আর হাওয়ার শত্রুতা, মরা জ্যোৎস্না,
বিশ্বাসের ডিঙায় বাঁধা প্রবীণ প্রতীক্ষা...
এই নাও দুঃখবহা গাঢ় লাল রঙের কম্পমান হৃদয়
সবুজ রঙটা হারিয়ে গেছে, হলুদটাকে পাবে যত্রতত্র,
কেননা পাতাও হলুদ হয় মরবার আগে এ কথা সবাই জানে;
এই নাও কষ্ট মিশ্রিত গাঢ় নীল, সাদা রঙটাও বেশ উড়নচণ্ডী,
কালো রঙটা পাচ্ছো না খুঁজে !
কী করে পাবে ? কালো রঙটাই তো আমি...
আঁকো চিত্রকর, একটা ছবি আঁকো, একটা এমন ছবি আঁকো
যেনো তুমি নিজেই কেঁপে ওঠো চিত্রের বেদনায়...
ডিএসএস/