তাসনিম হোসেন এর কবিতা প্রার্থনা
নিভৃতে, নিশিতে জোনাকির আলোতে দেখা পাই।
শয়নে, স্বপনে গভীর অনুভবে তোমারে যে পাই।
নিশ্চুপ রাতের মিষ্টি মধুর শূন্যতায়,
পূর্ণিমা চাঁদের স্নিগ্ধ আলোকে, আলিঙ্গনে তোমারে জড়াই।
তৃষিত নয়নের জলেরও প্রপাতে,
পিপাশু মনের আঙ্গিনায় তোমার দেখা না পাই।
নির্ঘুম চোখের, অশ্রু ধারাতে
গভীর বেদনার হাহাকারে সবই যে হারাই।
মৌন তুমি ওপারে ছলনার তরে উঁকি দিয়ে যাও।
জেনো তুমি, শুধু এটুকু পেয়ে আমি সুখ পাই।
অবজ্ঞায় কখনো হাস, কখনো ও ভাব
মিছে কেন মরিচিকার পেছনে হারাই?
হিশেব নিকেশের এই যে খেলা।
নিশিদ্ধ গলিতে পদাচরণা, শুধুই যে বেদনা।
মেলে না প্রানের পরিপূর্ণতা,
শুধুই হাহাকার শুধুই শূন্যতা।
এ শূন্যতায় আছে যে অনাবিল সুখ।
বুকের গহীনে শানাইয়ের সুর,
করুণ সুরে বাজে শুনতে কি পাও?
সুমধুর দুঃখ স্মৃতি আমারে কাঁদাও।
বোঝ না তুমি কত কষ্ট দাও, করে ছলনা।
তোমার তরে করব আমি শুধুই মঙ্গল প্রার্থনা।
ডিএসএস/