অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাংলাদেশি দম্পতি
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ওয়ালপোলের সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং তাদের সহপাঠী শাফায়েত হোসেন।
শহিদুল হাসান স্বপন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের শিক্ষার্থী। তার স্ত্রী সাবরিনা আহমেদ পাপড়ি একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
জানা গেছে, বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে তারা ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে ভ্রমণে যান। সেখানে হঠাৎ ভাটার টানে তাদের দুই সন্তান পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্বপন ও পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানিতে তলিয়ে যান।
তাদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এই দম্পতির আত্মত্যাগ ও অকাল মৃত্যু তাদের বন্ধু, সহপাঠী এবং পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে। তাদের দুই মেয়ের নিরাপত্তা এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সে জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও সহায়তায় এগিয়ে এসেছে।