যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণা
ছবি সংগৃহিত
ভিসা জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ২০২৫ সালের এইচ-১বি ভিসা (বিশেষ পেশায় নিয়োগের ভিসা) পাওয়ার চূড়ান্ত নিয়ম ঘোষণা করেছে৷ খবর এনডিটিভি।
নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারীরা যতবারই আবেদন করুক না কেন, সবাই একবারই সুযোগ পাবে। ২০২৫ সাল থেকে ইউএসসিআইএস জালিয়াতি প্রতিরোধ এবং ন্যায্যতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের আবেদন আলাদাভাবে বাছাই করবে৷ নিবন্ধন করার জন্য, আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট বা ভ্রমণ ইতিহাসের বিবরণ প্রদান করতে হবে।
আবেদনকারীরা চাকরির জন্য ২০২৫ সালের ১ অক্টোবরের পরে চাকরি শুরুর আবেদন করতে পারবেন। আবেদনপত্রের কোনো কাগজপত্র ভূয়া প্রমাণিত হলে তা বাতিল করার ক্ষমতা আছে ইউএসসিআইএসের। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ফি জমা দেওয়ার সময় নির্ধারিত হবে।
ভিসা আবেদনের প্রাথমিক নিবন্ধন সময়কাল চলতি বছরের ৬ মার্চ শুরু হয়ে ২২ মার্চ পর্যন্ত চলবে ৷ ফি কোন একাউন্টে জমা দিতে হবে তা ইউএসসিআইএস ২৮ ফেব্রুয়ারি জানিয়ে দেবে।