বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জাতীয় প্রবাসী দিবস ২০২৩

ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু

ছবি: সংগৃহীত

ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালুর মধ্য দিয়ে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’ উদযাপন করলো লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।

রবিবার (৩১ ডিসেম্বর) দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) দূতাবাসে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার বক্তব্যে প্রবাসী-বান্ধব বিভিন্ন জাতীয় নীতিমালা গ্রহণ এবং ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রবাসী নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের কল্যাণমূলক নীতিমালা ও পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় তৎপর রয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘গত পাঁচ বছরে যুক্তরাজ্য প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে রেকর্ডসংখ্যক কনস্যুলার এবং ওয়েলফেয়ার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন। কোভিড পূর্ববর্তী ২০১৯ এর তুলনায় ২০২৩ সালে ৫৬ শতাংশ বেশি এনভিআর, ২৫ শতাংশ বেশি এমারপি এবং আড়াই হাজারের বেশি ওয়েলফেয়ার সংক্রান্ত সার্ভিস প্রদান করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশে লন্ডনে থেকে ই-পাসপোর্ট এবং এনআইডি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরে হা কমিশন গর্বিত বলে উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্ত্যরাজ্য ও আয়ারল্যান্ডে প্রবাসীদের সর্ব ধরনের সহায়তা প্রদান এবং স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন, সব সময় অঙ্গীকারাবদ্ধ।’

মতবিনিময় অনুষ্ঠানের পর হাইকমিশনার একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের হাতে ই-পাসপোর্ট তুলে দেন। এরপর তিন জন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বের এনআইডি আবেদন গ্রহণের মাধ্যমে এনআইডি পাইলট প্রজেক্ট কার্যক্রমের উদ্বোধন করে হাইকমিশনার জানান, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে লন্ডনে পূর্ণাঙ্গ এনআইডি-সেবা কার্যক্রম চালু করা হবে।

এ প্রসঙ্গে হাইকমিশনার উল্লেখ করেন,এনআইডির জন্য বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। প্রবাসীদের মধ্যে যাদের বাংলাদেশি জন্ম-নিবন্ধন সনদ নেই, তারা বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ওয়েবসাইটের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করলে, তাদের দ্রুত বাংলাদেশের জন্ম-নিবন্ধন সনদ প্রদান করা হবে। এরপর তারা বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে ই-পাসপোর্ট এবং এনআইডি গ্রহণ করতে পারবেন।

যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশি কমিউনিটির নেতারা, বিভিন্ন কাউন্সিলের মেয়র ও কাউন্সিলররা, ব্যবসায়ী ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী, পেশাজীবী সংগঠনের নেতারা ও বিশিষ্ট সাংবাদিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় প্রবাসী কল্যাণ দিবস উদযাপন করে দূতাবাস।

 

Header Ad
Header Ad

যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!

ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে লাপাত্তা হয়ে আছেন বেশিরভাগই আওয়ামী লীগের শীর্ষনেতারা।

বিগত ১৬ বছর ধরেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিসই যেনও পাওয়া যাচ্ছিলো না। তার অবস্থান নিয়েও ছিল ধোঁয়াশা।


অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরি জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশে লুকিয়ে ছিলেন। তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না। জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো।


‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা’- ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি।
মঙ্গলবার এসকেন্দার আলী জনি এই ফেসবুকে লাইভে এসে দলটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান।
এর আগে গত ১৭ ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়।

অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর। অভিযোগের কোন ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওয়াবদুল কাদের কবে, কীভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন, সে (ওবায়দুল কাদের) কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তো হবে না।

এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কি-না। শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্টের নামেও অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে। সে সুস্থ নয়। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে।’

মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে এসকেন্দার আলী জনি লিখেছেন, ‘সঠিক তদন্ত চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি, সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরজিনাল অপরাধীদের শান্তি দিন।

ফেসবুক লাইভে ২৭ মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি অভিযোগ করেন, ‘যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৫ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্যে করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছু দিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালির গোল্ড নাসিরের সাথে (সিঙ্গাপুরে) টাকা ভাগাভাগি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘাট শহিদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়; আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এ তথ্য সব নেতাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে।’

ফেসবুক লাইভে তিনি আরও বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবারসহ জেল খেটেছি। আমি ১৭ বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করবো; ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে। যুবদলের নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিওসহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করেন। যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন। যারা বিএনপি অফিস ভাঙচুর করেছে, দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে, তারা এখন যুবদলে। এখন যুবদলের সভাপতি-সম্পাদক বলছেন ৫/৭ কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন।’

বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি ফেসবুক লাইভের বক্তব্য নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, ‘জনি নেশাগ্রস্ত ছেলে। বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকায় জেলা বিএনপি ও জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিস্কার করেছে। সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ ও বহিস্কৃত লোক কি বলল, সেটি আমলে নিচ্ছি না। আমলে নেওয়ার দরকার নেই। আমরা কেমন লোক, যশোরের মানুষ জানে। ১৮ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। ৩৫ থেকে ৪০ বার জেল খেটেছি।’

Header Ad
Header Ad

ইন্টারপোলের আদলে ‘ভারতপোল’ চালু করল ভারত

ছবি: সংগৃহীত

ইন্টারপোলের আদলে একটি নতুন পুলিশ সহায়তা পোর্টাল চালু করেছে ভারত, যার নাম 'ভারতপোল'। গতকাল মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পোর্টালটির উদ্বোধন করেন। এটি ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার প্রক্রিয়াকে সহজ করবে, বিশেষ করে অপরাধী ধরতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে। ভারতের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত পলাতক অপরাধীদের বিরুদ্ধে বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) এই নতুন পোর্টাল তৈরি করেছে। মূলত বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে এবং ভারতীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা উন্নত করার বিষয়টি মাথায় রেখেই এই পোর্টাল ডিজাইন করা হয়েছে।

অমিত শাহ বলেছেন, ‘ভারতপোলের মাধ্যমে প্রতিটি সংস্থা ও পুলিশ বাহিনী ইন্টারপোলের সঙ্গে সহজে সংযুক্ত হতে পারবে, ফলে তদন্তে গতি আসবে। পোর্টালের প্রধান লক্ষ্য হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য দ্রুত দেশের বাইরে সংঘটিত অপরাধগুলো মোকাবিলা করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চলমান অপরাধবিরোধী যুদ্ধে যেসব সুযোগ-সুবিধা আছে তাতে সহজে প্রবেশাধিকার পাওয়া।’

ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই ইন্টারপোলের সঙ্গে মিলে কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ভারতীয় সংস্থার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার লিয়াজোঁর কাজটিও করত সিবিআই। সিবিআই লিয়াজোঁ অফিসারের মাধ্যমে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখত। কিন্তু তাদের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, ই-মেইল ও ফ্যাক্স। এ কারণে তথ্যপ্রাপ্তিতে প্রায়ই দেরি হতো।

ভারতপোল এই সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে। এটি সমস্ত অংশীদারকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে এনে আন্তর্জাতিক সহায়তার জন্য অনুরোধ পাঠানো এবং অনুরোধ গ্রহণের প্রক্রিয়া সহজ করবে। বিশেষ করে রেড নোটিশ এবং অন্যান্য ইন্টারপোল নোটিশ পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে এটি দারুণ সহায়ক হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

অমিত শাহ বলেন, ‘আগে একমাত্র সংস্থা হিসেবে সিবিআই ইন্টারপোলের সঙ্গে কাজ করত, কিন্তু ভারতপোল চালু হওয়ার ফলে প্রতিটি ভারতীয় সংস্থা এবং সমস্ত রাজ্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে সহজে সংযুক্ত হতে পারবে.... আমরা ফাঁকফোকরগুলো পূর্ণ করতে পারব এবং কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে পারব...।’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারতের নতুন অপরাধ আইন অভিযুক্তের অনুপস্থিতিতে তাঁর বিচার করার বিধান অন্তর্ভুক্ত করেছে। বিষয়টি নিশ্চিত করে যে, বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ভারতের আদালতে বিচার করা সম্ভব হবে। একবার দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষগুলোর পক্ষে তাদের প্রত্যর্পণ বা প্রত্যাহারের জন্য আবেদন করা সহজ হবে এই পোর্টালের মাধ্যমে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, নতুন এই পোর্টাল রাজ্য, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ বাহিনীকে দ্রুত ও কার্যকরভাবে ইন্টারপোলের কাছে পলাতক অপরাধীদের তথ্য বা অন্যান্য বিষয়ে সহায়তার অনুরোধ পাঠানোর সুযোগ দেবে। আন্তসীমান্ত অপরাধ যেমন—সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, অনলাইন উগ্রপন্থা, মাদক পাচার, মানব পাচার এবং সংগঠিত অপরাধ বেড়ে যাওয়ার কারণে এ ধরনের পোর্টালের প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে।

Header Ad
Header Ad

সরকারি স্কুলের পাশেই ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সরকারি স্কুলের পাশেই ইটভাটা। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে দু’টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিকের পাশে গড়ে তোলা হয়েছে ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা। এই ইটভাটায় কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট।

এছাড়াও ইটভাটার স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও এলাকাবাসীর আসা-যাওয়া এবং বিদ্যালয় মাঠে শিক্ষার্থীসহ স্থানীয় শিশুরা খেলাধুলা করে। ফলে ইটভাটার ধোঁয়ায় এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে ও শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ভাঙার পাড় ব্রিজের উত্তরে বিবিসি নামে অনুমোদনহীন ইটভাটাটি গড়ে তোলা হয়েছে। এই ইটভাটা সংলগ্ন এলাকায় বাগবাড়ী উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ী কমিউনিটি ক্লিনিকসহ মসজিদ ও মাদ্রাসা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, স্কুলের পাশেই আবাদি জমিতে এই বিবিসি ইটভাটা স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র পোড়ানো হচ্ছে ইট। চুল্লিতে কাঠ দিয়ে পোড়ানো কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। ধুলোর আস্তরণ পড়ে বই ও বেঞ্চের ওপর।

ইট বানানোর জন্য সংগৃহত মাটি জমা করে রাখা হয়েছে স্কুলে যাওয়ার রাস্তার পাশেই। ছবি: ঢাকাপ্রকাশ

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৯ অনুযায়ী, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। এমন আইন থাকলেও সেটা না মেনে স্থাপন করা হয়েছে ‘বিবিসি’ ইটভাটাটি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইট পোড়ানোর চুল্লির ধোঁয়া, রাস্তার ধুলা এবং মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক ও বাংলা ট্রলি গাড়ির শব্দে অতিষ্ঠ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও আমরা। ধোয়ায় যেমন পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, তেমনি আমরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি।

বাগবাড়ী উচ্চ বিদ্যালয় ও বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্কুল সংলগ্ন এই ইটভাটার কালো ধোঁয়া এসে শ্রেণিকক্ষে ঢুকে পরিবেশ নষ্ট করছে। এতে আমাদেরও শ্বাস নিতে কষ্ট হয়। আমরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। স্কুলের কাছ থেকে এই ইটভাটাটি সরানো দরকার।

বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, স্কুল সংলগ্ন এই ইটভাটার কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহতের পাশাপাশি পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। স্কুলের শিক্ষার্থীরা শ্বাসকষ্টের ভুগছে। কয়েক বছর আগে স্কুলের পাশে এই ইটভাটাটি বন্ধে শিক্ষার্থীরা মানববন্ধন করেও তার কোনো প্রতিকার পায়নি।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ওই ইটভাটা বন্ধে আদালতে মামলা করা হয়েছে। এ বিষয়ে গত ২০২৪ সালে চার্জশিটও দেওয়া হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!
ইন্টারপোলের আদলে ‘ভারতপোল’ চালু করল ভারত
সরকারি স্কুলের পাশেই ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
দ্বিগুন হলো মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর
১০০ টাকার রিচার্জে কর দিতে হবে ৫৬ টাকা ৩০ পয়সা!  
বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া  
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, নিয়ন্ত্রনের উপায়ন্তরেও লাভ হচ্ছে না  
আসছে মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, ফের শীতে কাঁপবে দেশ  
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় ঢাকাসহ বাংলাদেশের ৫ শহর
বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা, বিজিবির সতর্ক অবস্থান  
খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে গেছেন: মির্জা ফখরুল  
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক  
মেটা প্ল্যাটফর্মে থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ  
হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার অনুমতি দিলো ভারত  
ইউরোপে পোঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেলো ২,২০০ অভিবাসীর  
ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার  
ঢাবি থেকে সাত কলেজকে আলাদা করতে কমিশন ও শিক্ষার্থীদের বৈঠক বুধবার
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯৮ কোটি টাকার অনুদান সংগ্রহ
এবার শাহীনকে ধরা হলো বিমানবন্দরে! আদালতে সোপর্দ
হৃদয়-মেয়ার্সের জুটিতে বরিশালের সহজ জয়