কানাডার হ্যালিফ্যাক্সে দুর্গাপূজা উদযাপন
বছর ঘুরে আবার ফিরে এসেছিল দুর্গাপূজা। শরতের নীল আকাশে তুলোট মেঘ কোমল পরশ বুলিয়ে পৃথিবীর বুকে কাশফুলের শুভ্রতার আগমনীর নির্মল সুরে হৃদয়ে পবিত্র আনন্দময় বার্তার অনুরণন নিয়ে আসেন দেবী মা দুর্গা। মায়ের আগমনের এই উৎসবে আত্মহারা হন সর্বস্তরের আপামর সনাতন ধর্মাবলম্বীরা।
বিশ্বের অন্যান্য দেশের মতো এ বছরও কানাডার হ্যালিফ্যাক্সেও সাড়ম্বরে হিন্দু ধর্মালম্বীরা ধর্মীয় আচার, রীতিমর্যাদা ও ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালন করেন দুর্গাপূজার উৎসব।
আয়োজক সংগঠন ছিল ঐতিহ্যবাহী ‘মেরিটাইম শারদীয় সোসাইটি’।
শারদীয় সোসাইটি ১৯৭৬ সাল থেকে সুষ্ঠুভাবে আটলান্টিক কানাডায় বা মেরিটাইমসে পূজা সম্পন্ন করে আসছে। সেই সময় সর্বপ্রথম আয়োজনটি হয় মঙ্কটনে এবং সেই ধারাবাহিকতায় নব্বই সালের পূর্ব পর্যন্ত মঙ্কটন, পি ই আই, হ্যালিফ্যাক্সে পর্যায়ক্রমে সুষ্ঠুভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯০ সালে থেকে হালিফ্যাক্সে ‘মেরিটাইম শারদীয় সোসাইটি’ নিয়মিত পূজার আয়োজন করছে।
এ বছর শারদীয় সোসাইটির আয়োজনে গত ৩০ সেপেম্বর থেকে ২ অক্টোবর হ্যালিফ্যাক্স লোয়ারসকভিলের ‘বিভার ব্যাঙ্ক কমিউনিটি সেন্টারে’ তিন দিনব্যাপী উদযাপন করা হয় দুর্গাপূজা।
কানাডার হ্যালিফ্যাক্স, নোভা স্কোশিয়াই শুধু নয় এর পাশাপাশি আটলান্টিক কানাডার বিভিন্ন শহর থেকে হিন্দু অনুসারীরা দেবী মায়ের দর্শনের প্রত্যাশায় হালিফ্যাক্সের পূজা মণ্ডপে আসেন।
আরএ/