মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ২৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কানাডার হ্যালিফ্যাক্সে দুর্গাপূজা উদযাপন

বছর ঘুরে আবার ফিরে এসেছিল দুর্গাপূজা। শরতের নীল আকাশে তুলোট মেঘ কোমল পরশ বুলিয়ে পৃথিবীর বুকে কাশফুলের শুভ্রতার আগমনীর নির্মল সুরে হৃদয়ে পবিত্র আনন্দময় বার্তার অনুরণন নিয়ে আসেন দেবী মা দুর্গা। মায়ের আগমনের এই উৎসবে আত্মহারা হন সর্বস্তরের আপামর সনাতন ধর্মাবলম্বীরা।

বিশ্বের অন্যান্য দেশের মতো এ বছরও কানাডার হ্যালিফ্যাক্সেও সাড়ম্বরে হিন্দু ধর্মালম্বীরা ধর্মীয় আচার, রীতিমর্যাদা ও ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালন করেন দুর্গাপূজার উৎসব।

আয়োজক সংগঠন ছিল ঐতিহ্যবাহী ‘মেরিটাইম শারদীয় সোসাইটি’।

শারদীয় সোসাইটি ১৯৭৬ সাল থেকে সুষ্ঠুভাবে আটলান্টিক কানাডায় বা মেরিটাইমসে পূজা সম্পন্ন করে আসছে। সেই সময় সর্বপ্রথম আয়োজনটি হয় মঙ্কটনে এবং সেই ধারাবাহিকতায় নব্বই সালের পূর্ব পর্যন্ত মঙ্কটন, পি ই আই, হ্যালিফ্যাক্সে পর্যায়ক্রমে সুষ্ঠুভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯০ সালে থেকে হালিফ্যাক্সে ‘মেরিটাইম শারদীয় সোসাইটি’ নিয়মিত পূজার আয়োজন করছে।



এ বছর শারদীয় সোসাইটির আয়োজনে গত ৩০ সেপেম্বর থেকে ২ অক্টোবর হ্যালিফ্যাক্স লোয়ারসকভিলের ‘বিভার ব্যাঙ্ক কমিউনিটি সেন্টারে’ তিন দিনব্যাপী উদযাপন করা হয় দুর্গাপূজা।

কানাডার হ্যালিফ্যাক্স, নোভা স্কোশিয়াই শুধু নয় এর পাশাপাশি আটলান্টিক কানাডার বিভিন্ন শহর থেকে হিন্দু অনুসারীরা দেবী মায়ের দর্শনের প্রত্যাশায় হালিফ্যাক্সের পূজা মণ্ডপে আসেন।

আরএ/

Header Ad
Header Ad

যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  

ছবিঃ ঢাকাপ্রকাশ

বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। অন্তর্বর্তীকালীন সরকার এ বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনেও দেখা গেছে তার নাম। কিন্তু যেহেতু কোনও বাংলাদেশির দেশের সর্বোচ্চ পুরস্কার একাধিকবার পাওয়ার নজির নেই, তাই এ ধারণা বাদ দেওয়া হয়। ফলে এ বছর আর জেনারেল এম এ জি ওসমানীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ১৯৮৫ সালে জাতীয় জীবনে তার অসাধারণ অবদানের জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে (অব:) স্বাধীনতা পুরস্কার সম্মাননায় ভূষিত করা হয়। অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। কিন্তু কোনো বাংলাদেশির একাধিকবার রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়ার নজির নেই। তাই এই পরিকল্পনা বাদ দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ তালিকায় সাতজনের নাম স্থান পেয়েছে। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যের প্রতীক হিসেবে আবরার ফাহাদ (মরণোত্তর) এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

Header Ad
Header Ad

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!

ছবি: সংগৃহীত

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ছবিতে দেখা যায়, বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপর খোলামেলা পোশাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবনে মত্ত রয়েছেন। তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে সেবন করছিলেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর বাবুল সরকারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার কার্যালয়েও তালা ঝুলতে দেখা গেছে এবং অফিসের অন্য কর্মচারীরাও এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ”।

এ ব্যাপারে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, বিষয়টি তার নজরে আসেনি। তবে তিনি ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গাছতলাঘাট এলাকায় মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাই খুরশেদ মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেদুয়ান আহমেদ রাফি এই রায় প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুরশেদ মিয়া একটি অসুস্থ গরু কিনে আনার পর সেটি মারা যায়। এরপর গরুটি তড়িঘড়ি করে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে দোকানে নিয়ে আসে। একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি লক্ষ্য করে বিষয়টি জানালে স্থানীয় লোকজন ক্ষোভে তার দোকান ঘেরাও করে প্রতিবাদ জানায়।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুরশেদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। খুরশেদ তার অপরাধ স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিচারক রেদুয়ান আহমেদ রাফি জানান, পবিত্র রমজান মাসে এমন অপরাধ অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের অপরাধ দমন ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যে কারণে এমএজি ওসমানীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না  
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!
ভৈরবে মরা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ও কারাদণ্ড
সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
জরিপ অধিদপ্তরে নতুন ডিজি, প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান  
শ্রমিক অসন্তোষ মনিটরিংয়ে টোল ফ্রি হেল্পলাইন চালু ১৬৩৫৭
বেনাপোলে আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
সমালোচনার মধ্যে জনদাবি উপেক্ষিত হওয়া উচিত নয়: তারেক রহমান
বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু  
গোপালগঞ্জে দিনদুপুরে হাত–পা বেঁধে হত্যার পর ডাকাতি  
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : সম্প্রচার উপদেষ্টা  
মাদক মামলায় খালাস পেলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা
রোজা ও নামাজ আদায় করে বিপাকে থালাপতি বিজয়, হচ্ছে মামলা
পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি  
রোজায় পানিশূন্যতা থেকে রক্ষা পেতে ৭ কার্যকরী উপায়
‌‘রাখাল রাহার বিরুদ্ধে কাগজ কেনায় ৪০০ কোটি টাকা বাণিজ্যের তথ্য ভুয়া’
ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল  
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, নিয়োগ দেবে ২৫২ জন
নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু