কানাডার হ্যালিফ্যাক্সে ভারতের ঐতিহ্যবাহী ওনাম উৎসব
বিভিন্ন জাতিগোষ্ঠীর সংষ্কৃতির প্রতি অপেক্ষাকৃত সহনশীল ও উদার রাষ্ট্র রূপে কানাডা সুপরিচিত। কানাডার বসবাসকারী অভিবাসীদের সামাজিক ও ধর্মীয় আচার, রীতির কৃষ্টির বৈচিত্রময় কানাডার মূলধারার সংষ্কৃতিতে সমৃদ্ধ।
সাংষ্কৃতিক ধর্মীয় বৈচিত্রময়ের পরশ নিয়ে গত ১৭ সেপ্টম্বরে কানাডার নোভা স্কোশিয়া প্রদেশের রাজধানী হালিফ্যাক্সে ওয়েস্ট হাইস্কুলের বেলা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো বর্ণিল ঐতিহ্যবাহী জাতীয় কৃষিভিত্তিক ধান কাটার বর্ষ বরণের ওনাম উৎসব।
হালিফ্যাক্সের ওনাম আয়োজক সংগঠনটি হলো ‘সাউথ ইন্ডিয়ান কালচারাল অ্যাসোসিয়েশন অফ মেরিটাইম’ (সিকাম)। উল্লেখ্য, যে এই সংগঠনটির হালিফ্যাক্সের এটি ৩৬তম সফল ওনাম উৎসব l
ভারতের কেরালা রাজ্যের প্রতিটি মানুষের জীবনে ওনাম জনপ্রিয় বিশেষ কৃষিভিত্তিক রাষ্ট্রীয় উৎসব ও নববর্ষ হিসেবে বিবেচিত এবং উদযাপিত হয়। দেশে ও প্রবাসে অবস্থানরত ভারতের কেরালার সর্বস্তরের মালয়ালি অধিবাসীরা বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে নিজ নিজ সামর্থ্য অনুসারে ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে উৎসব মুখর পরিবেশে মূলত আগস্ট মাসের শেষ হতে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত নামের বিভিন্ন আয়োজন করেন।
হ্যালিফ্যাক্সে ওনাম উৎসবে উপলক্ষেই সিকাম সংগঠনটি মনোজ্ঞ সাষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আধুনিক, উপমহাদেশের ধ্রুপদী ঘরানার সংষ্কৃতি ও সনাতন হিন্দুদের আরাধনার ও আধুনিকতার এক অপূর্ব অনুপম মিলন ঘটেছিল।
হ্যালিফ্যাক্সের সকাল দশটা হতে বিকাল প্রায় পাঁচটা পর্যন্ত ওনাম আয়োজনের বিভিন্ন পরিবেশনার মধ্যে ছিল প্রদীপ জ্বালানো, শুভেচ্ছা বক্তব্য, সেমি ক্ল্যাসিক্যাল নৃত্য, ওনামের শুভেচ্ছা ও বিশেষ বক্তব্য, সেমি ক্ল্যাসিক্যাল নৃত্য, মেডলি নাচ, ফিউশন নাচ, দলীয় সংগীত, ড্রোর প্রাইজ ঘোষণা, দলীয় সংগীত, সিনেমাটিক নৃত্য ও শিশুদের দলীয় নাচ।
এমএমএ/