আবুধাবির 'সবুজ' ৭৩ দেশের তালিকায় নেই বাংলাদেশ
সংস্কৃতি ও পর্যটন বিভাগ-আবুধাবি (ডিসিটি আবুধাবি) আবুধাবিতে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য দেশগুলোর 'সবুজ তালিকা' আপডেট করেছে। নতুন এই তালিকায় নেই বাংলাদেশের নাম।
তালিকাভুক্ত দেশগুলো থেকে আগত ভ্রমণকারীরা আবুধাবিতে কোয়ারেন্টিন থেকে অব্যাহতি পাবে। এই তালিকা পুনরায় আপডেট না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া সকলকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
আপডেট করা 'সবুজ তালিকা' গন্তব্য থেকে আগত যাত্রীরা আবুধাবিতে অবতরণের পরে বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।
ভ্রমণকারীদের একটি নেগেটিভ কোভিড-১৯ পিসিআর পরীক্ষার ফলাফল উপস্থাপন করতে হবে, যা প্রস্থানের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে বৈধ এবং আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে আরও একটি পিসিআর পরীক্ষা করাতে হবে।
সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার আবুধাবি।
কাজেই সবুজ তালিকায় না থাকা মানে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা থেকেই যাবে শ্রমিকদের জন্য।
সবুজ তালিকায় থাকা ৭৩টি দেশের নাগরিক দেশটিতে প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেলেও বাংলাদেশিদের জন্য কোয়ারেন্টাইনের ঝামেলা থেকেই গেল।
আরইউ/এমএমএ/