ভিয়েতনামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ উপলক্ষে জাতীয় সংগীত সহকারে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং বাংলাদেশি ও ভিয়েতনামি শিশু-কিশোরদের এক বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় ।
ভিয়েতনামে কোভিড-১৯ মহামারির মহা-সতর্কতার জন্য এবং জনসমাগমের উপর নিষেধাজ্ঞা থাকায় স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দিবসটি স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ভিয়েতনামি গণ্যমান্য ব্যক্তিরা, দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উদযাপন করা হয়।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সকালে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। দিবসটি স্মরণে আয়োজিত আলোচনাপর্বে রাষ্ট্রদূত আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস স্মরণে বাংলাদেশি ও ভিয়েতনামি শিশুদের নিয়ে এক বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে রাষ্ট্রদূত পুরস্কার বিতরণ করেন এবং কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
আরইউ/আরএ/