নিবন্ধন পেতে গণ অধিকার পরিষদের আবেদন
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। রবিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দলের সদস্য সচিব নুরুল হক নুরু আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিবের হাতে আবেদন জমা দেন।
আবেদন জমা দেওয়ার পর নুরুল হক নুরু বলেন, একটি দলও যদি নিবন্ধন পায় সেটা হবে গণ অধিকার পরিষদ। আমাদের নিবন্ধন না দিলে সেটি আমাদের সঙ্গে অন্যায় করা হবে। আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করব।
আবেদন জমা দেওয়ার আগে নুরুল হক নুরু বলেন, নির্বাচন পেতে যেসব শর্ত পূরণ করতে হয় তার সবগুলো আমরা পূরণ করেছি। আমরা ১১২টি উপজেলা কমিটি ও এক তৃতীয় অংশ জেলা কমিটি। একটি অংশ জেলা কমিটি হিসেবে ২১ জেলা কমিটি হওয়ার কথা। আমরা ৪২টি জেলা কমিটির তালিকা দিয়েছি। এ ছাড়া অন্যান্য যেসব শর্ত রয়েছে সবগুলো শর্ত পূরণ সাপেক্ষেই জমা দিতে যাচ্ছি। নিবন্ধন না পাওয়ার কোনো কারণ দেখি না।
গণ অধিকার পরিষদ তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ৪টি প্রতীক পছন্দ করেছে। সেগুলো হচ্ছে- নোঙর, রকেট, আপেল ও তরমুজ।
নিবন্ধন আবেদন জমাদানের সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নিবন্ধন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট সরকার নুর এ এরশাদ সিদ্দিকী, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মেজর অব. আমিন আহমেদ আফসারী, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, সাদ্দাম হোসেন প্রমুখ।
এসএম/এসজি