রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আশাবাদী গণ অধিকার পরিষদ
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে শতভাগ আশাবাদী গণ অধিকার পরিষদ। নতুন এই দলের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, নির্বাচন কমিশন থেকে দেওয়া সব শর্তাবলী পূরণ করেই আমরা আজ আবেদনের জন্য জমা দেব। আশা করি রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ নিবন্ধন পাবে।
রবিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিবন্ধনের আবেদন পত্র জমা দিতে যাবেন গণধিকার পরিষদের নেতারা। গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যাবে।
নুরুল হক বলেন, একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের শর্ত হচ্ছে ১০০টি উপজেলা কমিটি ও এক তৃতীয় অংশ জেলা কমিটি। একটি অংশ জেলা কমিটি হিসেবে ২১ জেলা কমিটি হওয়ার কথা। আমরা ১১০টি উপজেলা কমিটি এবং ৪২টি জেলা কমিটির তালিকা দিয়েছি। এ ছাড়া অন্যান্য যেসব শর্ত রয়েছে সবগুলো শর্ত পূরণ সাপেক্ষেই জমা দিতে যাচ্ছি। নিবন্ধন না পাওয়ার কোনো কারণ দেখি না।
গণ অধিকার পরিষদ তাদের নির্বাচনী প্রতীক হিসেবে চারটি প্রতীক পছন্দ করেছে। সেগুলো হচ্ছে, নোঙর, রকেট, আপেল ও তরমুজ।
এসএম/এসএন