ইসিতে নিবন্ধনের আবেদন জমা এবি পার্টির
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সোমবার (১৭ অক্টোবর) বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী আবেদনটি ইসির উপসচিব মো. আব্দুল হালিম খানের কাছে জমা দেন।
২০২০ সালের ২ মে দলটির যাত্রা শুরু হয়। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে আবেদন জমা দিয়েছে জামায়াতে ইসলামী থেকে বের হয়ে গঠন করা রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা মোট ৪৫ হাজার ডকুমেন্ট ইসিতে জমা দিয়েছি। নিবন্ধন পেতে যত শর্ত আছে সব পূরণের চেষ্টা করেছি।’
দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, জামায়াত কিংবা সরকার, কারও আনুগত্যে নেই এবি পার্টি।
নেতারা জানান, নির্বাচন কমিশনের প্রদত্ত শর্তানুযায়ী দলের গঠনতন্ত্র, প্রস্তাবিত পতাকা ও প্রতীক, কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ও মালিকানা বা ভাড়ার দলিল বা চুক্তিপত্র, কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা, ন্যূনতম এক-তৃতীয়াংশ (২২টি) জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি, ১০০টি উপজেলার ন্যূনতম ২০০ করে অর্থাৎ সর্বমোট অন্যূন ২২ হাজার নিবন্ধিত ভোটার সদস্যের তালিকা, তাদের ভোটার নম্বর ও দলে যোগদানের প্রমাণপত্র, জেলা ও উপজেলা মিলিয়ে ১২২টি দলীয় অফিসের ঠিকানা ও মালিকানা বা ভাড়ার দলিল বা চুক্তিপত্র, দলের ব্যাংক হিসাব ও সর্বশেষ লেনদেনের স্থিতিসহ সব প্রামাণ্য দলিল জমা দেওয়া হয়েছে।
চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত নতুন দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। ইতিমধ্যে ২০টির মতো দল আবেদন করেছে।
২০২০ সালের ২ মে দলটির যাত্রা শুরু হয়। বর্তমানে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ছিলেন সচিব। অবসর গ্রহণের পর জামায়াতের পেশাজীবীদের সংগঠন জাতীয় পেশাজীবী ফোরামের নেতৃত্ব দিতেন, কুমিল্লা-৯ আসনে দলের প্রার্থীও ছিলেন।
দলের সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু ছিলেন জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
এসএম/এমএমএ/