যুগপৎ আন্দোলনের বিষয়ে চমক আছে: সৈয়দ মুহম্মদ ইব্রাহীম
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহীম বলেছেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের বলেছেন। আমি একটি বিষয় যোগ করছি সেটি হলো, খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজনৈতিক নেতা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মুক্তি, মামলা প্রত্যাহার। এবং ধর্মীয় অঙ্গনে যে সকল আলেম-ওলামাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে তাদের মুক্তি।’
রবিবার (২ অক্টোবর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে দ্বিতীয় দফায় প্রথম সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাবেক সেনা কর্মকর্তা বলেন, ‘বিএনপি ও বাংলাদেশ কল্যাণ পার্টি কোনো অবস্থাতেই আলেম-ওলামাদের হয়রানিকে অবহেলা করছে না, আমরা সেটাকে গুরুত্বসহকারে বিবেচনা করছি। বৈঠকে অংশ নেওয়া প্রত্যেকেই যুগপৎ আন্দোলনের বিষয়ে তারিখ নিয়ে আলোচনা করেছেন। তবে আমি বলেছি তারিখটা প্রকাশ না করার জন্য, বাংলা শব্দ বলতে পারি চমক আছে। সেই চমক এর জন্য আপনারা মেহেরবানী করে প্রস্তুত থাকতে পারেন।’
তিনি বলেন, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম সেটি আরেকটি মুক্তিযুদ্ধ। সেখানে মির্জা ফখরুল, নজরুল ইসলাম খান, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সবাই মুক্তিযোদ্ধা। যারা আমাদেরকে ভালবাসেন আমরা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য লড়াই করব। সেই যুদ্ধে আমরা বিজয়ী হব। এখানে জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নাই।’
সৈয়দ ইব্রাহিম বলেন, সাংবাদিক ও জনগণের নিপীড়নের একটি অন্যতম অস্ত্র ডিজিটাল নিরাপত্তা আইন। আজকে আমরা আলোচনা করেছি ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করতে হবে, প্রথম ঘন্টা প্রথম মিনিটে প্রথম সুযোগে।
অতঃপর মানুষ মনে করবে আমরা মুক্ত হয়েছি। কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলনে সর্বাগ্রে প্রস্তুত। যেই চমকের জন্য আমরা অপেক্ষায় আছি তা সিদ্ধান্ত হওয়া মাত্রই আপনারা আমাদেরকে রাজপথে পাবেন, যোগ করেন তিনি।
এমএইচ/এমএমএ/