বিএনপি-জাপার এমপিদের পদত্যাগের আহ্বান ববি হাজ্জাজের
জাতীয় সংসদ থেকে বিএনপি এবং জাতীয় পার্টির এমপিদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শনিবার (১ অক্টোবর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটের সেমিনার হলে আয়োজিত দলের দ্বিতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, 'জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দুইদিন পরপর নতুন নাটক শুরু করেন। দলের ভিতরেও তার নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়েছে। গত সংসদের মত বর্তমান মেয়াদেও বিরোধী দল হিসাবে সরকারের খায়েশ পূরণ করে যাচ্ছে জাতীয় পার্টি। এখন তারা সরকার বিরোধী হবার নতুন নাটক করছে। অন্যদিকে বিএনপি রাজপথে প্রতিনিয়ত সরকার পতনের হুমকি দিলেও সংসদে তাদের এমপিরা এখন পর্যন্ত এই নৈশভোটের সংসদকে বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে জাতীয় সংসদ থেকে বিএনপি-জাপার এমপিদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। এছাড়া জনগণকে আপনারা সাথে পাবেন না।'
এর আগে সারাদেশ থেকে আগত এনডিএম এর অঙ্গসংগঠন যুব আন্দোলনের সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে বেলুন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান।
ববি হাজ্জাজ আরও বলেন, আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বাতিল করার পেছনে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিলো দেশের নির্বাচন ব্যবস্থা এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে রাজতন্ত্রের আদলে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকা। গণভোট ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ থাকায় প্রতিটি সরকারই এর সুযোগ নিয়েছে। জাতীয় নির্বাচনকে অধিকতর স্বচ্ছ করতে একাধিক দিনে ভোটগ্রহণের বিকল্প নেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির উদ্যোগ নিতে বর্তমান সরকারকে আহবান জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, শুধু সংবিধানের দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। হয় আপনারা সংলাপ শুরু করুন অথবা আমাদের চা-এর আমন্ত্রণ গ্রহণ করুন। ঢাকা বসন্ত শুরু হবার আগেই রাজনৈতিক ঐক্যমত সৃষ্টির উদ্যোগ না নিলে পরিণতি শুভ হবে না।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ, মো. শাহাদাত হোসেনসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে আদনান সানিকে সভাপতি এবং মো. মিঠু আলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে যুব আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এনএইচবি/এএস