‘ক্ষমতা হারানোর ভয়ে গুণ্ডা লেলিয়ে দিচ্ছে সরকার’
সম্প্রতি বিরোধী দলগুলোর ডাকা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় গুণ্ডাদের লেলিয়ে দেওয়াসহ বিভিন্নভাবে সরকার বাধা দিচ্ছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রবিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুকে কুমিল্লায় এবং তাবিথ আউয়ালকে রাজধানীর বনানীতে হামলা করে রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ডাকা বিক্ষোভে বিএনপির নেতা-কর্মীদের উপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দিয়ে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করেছে এই অবৈধ ভোটডাকাত সরকার।’
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের এই অবৈধ ক্ষমতার মেয়াদ যত ফুরিয়ে আসছে ততই তারা ক্ষমতা আঁকড়ে ধরতে সহিংসতার আশ্রয় নিচ্ছে। সরকার জানে যেভাবেই তারা ক্ষমতা দখল করে থাকুক না কেন, তাদের আবারও একটা নির্বাচনের মুখোমুখি হতে হবে। কিন্তু তারা এটাও জানে যে, বাংলাদেশের জনগণ আবারও একটা ২০১৪ কিংবা ২০১৮ মার্কা নির্বাচন মেনে নেবে না। সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন বেশিরভাগ বিরোধী দলসমূহের দাবি উপেক্ষা করে ১৫০ আসনে ইভিএম-এ ভোট নেওয়ার নীলনকশা আঁটছে। এসবের প্রতিবাদে রাজনৈতিক দলসমূহ যখন গণতান্ত্রিক আন্দোলন করছে তখন বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে সংহিসতার পথ বেছে নিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রাজনীতি যখন বিদ্যমান জবাবদিহিহীন ক্ষমতাকাঠামো সংস্কারের লক্ষ্যে 'রাষ্ট্র সংস্কার' এর দিকে ধাবিত হচ্ছে তখনই সরকার মরণকামড় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে কোনো শক্তিই তাদের এই লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য বাস্তবায়ন করতে অবিলম্বে এই ভোটারবিহীন মাফিয়া সরকারকে বিদায় করতে হবে। বিদায় করে অন্তর্বর্তী সরকারের অধীনে 'সংবিধান সভার' নির্বাচন আয়োজন করতে হবে। সংবিধান সংস্কারের মাধ্যমে এমন ব্যবস্থা করতে হবে যে, ভবিষ্যতে চাইলেও যেন কোনো সরকার ভোটাধিকারসহ মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহ কেড়ে নিতে না পারে। আর এই রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে মানুষের সরাসরি ম্যান্ডেট নিয়ে। এই লক্ষ্যে বাংলাদেশের সব স্তরের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এমএইচ/এনএন