মন্ত্রিত্বের সুযোগ আগেই ফিরিয়ে দিয়েছি: ববি হাজ্জাজ
'জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতার স্বাদ নিতে চাই নাই বলে মন্ত্রিত্বের সুযোগ আগেই ফিরিয়ে দিয়েছি' বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এনডিএম নড়াইল জেলার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এনডিএম নড়াইল জেলা শাখার আহবায়ক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
ববি হাজ্জাজ বলেন, '২০১৪ সালের ৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের আগে সাহস করে গণতন্ত্র রক্ষায় আওয়াজ তুলেছিলাম বলে সরকারের রোষানলে পড়েছিলাম। তখন সুযোগ ছিলো মন্ত্রিত্ব গ্রহণ করে আপোষ করার। কিন্তু জাতীয় পার্টির মেরুদণ্ডহীন নেতাদের মত জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাই নাই।'
তিনি আরও বলেন, 'গত এক যুগের বেশি সময় ধরে দলীয় আনুগত্যের প্রমাণ নিয়েই প্রশাসনের সব পর্যায়ে লোক নিয়োগ দিয়েছে আওয়ামী সরকার। এমতাবস্থায় সাজানো প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশা ক্ষীণ৷ ইসির সঙ্গে আমাদের সংলাপে পোলিং এজেন্টের নামে আওয়ামী ক্যাডার বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখলের সুযোগ বন্ধ করতে নির্বাচনে পোলিং এজেন্ট নিয়োগ পদ্ধতিটাই বাতিল চেয়েছি আমরা। আমাদের প্রস্তাবিত "গণতন্ত্রের ইশতেহার" নিয়ে তৃণমূলে সফর করে ধারাবাহিকভাবে জনমত গঠনের চেষ্টা করছি আমরা।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, 'আওয়ামী লীগ ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনী বৈতরণী পার হতে জাতীয় পার্টির নেতাদের ক্রীতদাসের মত ব্যবহার করেছে৷ তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আর কোন বিনাভোটের সরকার বা পুতুল বিরোধী দল দেখতে চায় না৷ জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন রাজনৈতিক দলকেই আগামীর সংসদে দেখতে চায় এই প্রজন্ম। এনডিএম জনপ্রত্যাশার তেমনই এক উদীয়মান রাজনৈতিক শক্তি।'
সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সম্মেলনে এনডিএম নড়াইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
এনএইচবি/এএস