সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অল্প সময়ে সরকারকে সরিয়ে দেশকে মুক্ত করতে সক্ষম হব: মির্জা ফখরুল

সময়ক্ষেপণ করার সময় নেই এই মুহূর্তে সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা এখন শুধু বিশ্বাস করি তা নয়, আমরা আস্থাশীল অতি অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারকে সরিয়ে দেশকে মুক্ত করতে সক্ষম হব।'

তিনি বলেন, আমাদের দাবিগুলো খুব পরিষ্কার প্রথমত সেটি হচ্ছে যিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আবারো এক এগারোর সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছেন সেই নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এর কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পর এই সরকারকে পদত্যাগ করতে হবে, তাদেরকে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকার যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে তাদের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের একটি পার্লামেন্ট সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে তাদের আর কোন অধিকার নেই ক্ষমতায় থাকার, রাষ্ট্র পরিচালনা করায় বিএনপি মনে করে এই মুহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত নিরপেক্ষ সরকারের হাতে তাদের ক্ষমতা দেওয়া উচিত।'

সরকারের উন্নয়নের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'আজকে বাংলাদেশের যা কিছু হচ্ছে তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। বাংলাদেশকে উপরে উঠতে না দেওয়া। এরা উন্নয়নের কথা বলে অথচ এত মিথ্যা বলেন যে মিথ্যাগুলো কতটা সত্যি পরিণত করতে চায়। কয়েকদিন আগে তারা বলেছে দারিদ্র নাকি এখন খুঁজে পাওয়া যায় না অথচ স্ট্যাটিস্টিক এটা আমার কথা নয় আন্তর্জাতিক সংস্থাগুলোর ছাড়বে করেছে তাদের মতে দারিদ্র বৃদ্ধি পেয়েছে, মানুষ আরো গরীব হয়েছে। এখানে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে শুধুমাত্র শাসকগোষ্ঠী আওয়ামী লীগের। তারা এত বেশি অর্থ উপার্জন করেছে বিদেশে পাচার করেছে যে এখন তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত কেউ দারিদ্র দেখতে পায় না। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নগুলোকে চুরমার করে দিয়েছে। একটি মাত্র কারণ লক্ষ্য একটাই তারা চিরদিন ক্ষমতায় থাকবে। সেজন্য গণতন্ত্র ও ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার হরণ করে শুধুমাত্র তাদের মতো করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।'

তিনি বলেন, সার্চ কমিটি গঠন নির্বাচন কমিশন গঠন সবকিছুই একটি প্রতারণা। যা আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটিয়েছে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তারা আদালতের মাধ্যমে এই কাজগুলো করে যাচ্ছে। ২০১২ সালে তারা যখন দেখতে পেল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তারা ক্ষমতায় যেতে পারবে না তখন তারা আদালতের মাধ্যমে আবারও এক সময় তারা যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দাবি করেছে নিজেদের সুবিধার্থে তারাই সেটা বদলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। এই দেশে বিচারপতিকে এর জন্য জবাবদিহি করতে হবে জনগণের সামনে এর কোন ব্যত্যয় হবে না।'

মির্জা ফখরুল বলেন, 'আজকে দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মানুষ ভোট দিতে যায় না। তারা (সরকার) বার বার বলে যাচ্ছে সংবিধান মোতাবেক নির্বাচন হবে অথচ এই সংবিধান তারাই তৈরি করেছে বার বার কাটাছেঁড়া করে। আবার বলা হচ্ছে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি আইনের মাধ্যমে অথচ এই আইন কারা গঠন করেছে? কোথায় গঠন করেছে ওই পার্লামেন্ট? যা অনির্বাচিত অবৈধ। সুতরাং আইনের প্রশ্ন এখানে আসছে না তখন জনগণের প্রশ্ন জনগণের চাহিদা প্রয়োজনের প্রশ্ন। যা ১৯৯১ সালে করা হয়েছিল।'

তারেক রহমানকে তারা ভয় পায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ভয় পায় এটা বাস্তব কারন তারেক রহমানের যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা রয়েছে সেই দক্ষতার কারণে তিনি অতি অল্প সময়ের মধ্যেই সারা বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে চলেছেন।

বিএনপি'র সভাপতি সম্পাদক আমিরুল ইসলাম আলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমূখ।

Header Ad
Header Ad

পুড়ে গেছে ৮ রিসোর্ট

সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে

সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকের রিসোর্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে সাজেক অবকাশ, ইকো ভ্যালি ও মেঘছুট রিসোর্ট এবং মনটানা ও মারুয়াতি রেস্টুরেন্টসহ ৮টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, ‘সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লাগে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। খাগড়াছড়ি, দীঘিনালার দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছে না।’

Header Ad
Header Ad

মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মুসলিম বিক্ষোভকারীদের হত্যার জন্য প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ২০০৪ সালের অক্টোবর মাসে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর ট্রাকে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে ৭৮ জন মুসলিম বিক্ষোভকারীর মৃত্যু ঘটে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্ষমা চেয়ে থাকসিন বলেন, "আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমার লক্ষ্য ছিল স্থানীয় জনগণের কল্যাণে কাজ করা। যদি আমার কোনো ভুল বা অযথা অসন্তোষের সৃষ্টি হয়ে থাকে, তবে আমি ক্ষমাপ্রার্থী।"

এই ঘটনা 'তাক বাই গণহত্যা' নামে পরিচিত এবং এর জন্য সাবেক প্রধানমন্ত্রী থাকসিন প্রথমবারের মতো দুঃখ প্রকাশ করলেন। ২০০৪ সালের ২৫ অক্টোবর নারাথিওয়াত প্রদেশের তাক বাই শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়, যার ফলে ৯ জন নিহত হয়। এরপর বিক্ষোভকারীদের হাতে বাধা দিয়ে সেনাবাহিনীর ট্রাকে ঠাসাঠাসি করে নেওয়া হয়, যার ফলে আরও ৭৮ জনের মৃত্যু হয়।

থাই মানবাধিকার সংস্থা "দুয়ে জাই" এর সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হিম্মিনা এএফপিকে বলেছেন, এটি সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো ক্ষমা চাওয়া। তিনি আরও বলেন, যদি থাকসিন ক্ষমা চাওয়ার ব্যাপারে আন্তরিক হন, তাহলে তার উচিত এই হত্যাকাণ্ডের শিকার পরিবারের কাছে সরাসরি ক্ষমা চাওয়া।

Header Ad
Header Ad

কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে

কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলায় নিহত যুবক নাহিদ। ছবি: সংগৃহীত

বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শিহাব কবির নাহিদ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। নাহিদ কক্সবাজার পিটিআই শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট নাসির উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমেনা খাতুনের একমাত্র সন্তান।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শিহাবের মা আমেনা খাতুন হাসপাতালে আহাজারি করছিলেন। সেখানে তিনি বলছিলেন, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ বিষয়ে বৈঠকে অংশ নিতে এলাকাবাসীর কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন।পথে বিমান বাহিনীর চেকপোস্টে তাদের বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশা আটকে দেওয়া হয়। এ সময় অটোরিকশায় থাকা জাহেদকে জোর করে তুলে নেওয়া চেষ্টা করা হয়। খবর পেয়ে স্থানীয়রা বিমান ঘাঁটিতে হামলা চালায়। একপর্যায়ে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় বিমান বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে। এতে কয়েকজন অন্তত হন। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের
সাভারে কাপড়ের কারখানায় আগুন, পুড়ে ছাই কাপড় ও কার্টন
বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী
রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার