দেশ চালায় কে? প্রশ্ন রিজভীর
বাণিজ্য মন্ত্রীর বক্তব্যে বোঝা যায়, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, তাহলে দেশ চালায় কে?-এ প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 'দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই', গত ১৮ ফেব্রুয়ারি বানিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে আজ রবিবার (২০ ফেব্রয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন্তব্য করেন রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছু নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি এটি মন্ত্রীর নিষ্ঠুর রসিকতা।
বিএনপির এই মুখপাত্র বলেন, 'প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি ৫ বছরের ক্ষমতাকালে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কোন দিক দিয়ে এগিয়েছে সেটি বলেননি। আওয়ামী সরকার দেশকে যে, পিছনের দিকে এগিয়ে নিয়ে গেছে, সে বিষয়ে কিছুই বলেননি। উনার বক্তব্য শুনে মনে হয়, তিনি কোনো "আজগুবি ইন্সটিটিউট" এ লেখাপড়া করেছেন। উদ্ভট তথ্য প্রদানের হেড মাস্টার হলেন মি: সজীব ওয়াজেদ জয়।'
সজিব ওয়াজেদ জয়কে উদ্দেশ্যে করে রিজভী আরও বলেন, ব্যাংক লুট, দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচারে যে সরকার দায়ী তাদের উপদেষ্টার মুখে এমন কথা মানায়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, তিনি (সজিব ওয়াজেদ জয়) বিএনপি আমলের দলীয়করণের কথা বলেছেন। অথচ বর্তমানে দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিচার বিভাগে দলীয় লোক বসিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে সেই বিচারককেও দেশান্তরিত হতে হয়।
তিনি বলেন, আওয়ামী শাসনে ‘ফরমায়েসি রায়’ এখন বিচার বিভাগের রেওয়াজে পরিণত হয়েছে। এই শতকে সভ্যতার সবচেয়ে বড় সংকট সৃষ্টি করেছে আওয়ামী সরকার। এরা ক্ষমতা ধরে রাখার জন্য আদিম হিংস্র মানবতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ/কেএফ/