মোশাররফের প্রশংসায় মির্জা ফখরুল
দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের প্রশংসা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য কর্মজীবনের কথা তুলে দেশ ও দলের জন্য অবদানের কথা উল্লেখ করেছেন দলটির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন সব সময় সব কালে জন্মায় না। এরা ক্ষনজন্মা মানুষ। তাদের সারাটা জীবন তার কাজের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। ড. মোশাররফ তার জীবনে যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন। তিনি দীর্ঘজীবী হউন, তিনি আরো বহু সময় ধরে এই জাতিকে নেতৃত্ব দিন, আমাদেরকে নেতৃত্ব দিন। তার জ্ঞান, তার দক্ষতা, অভিজ্ঞতা আমাদের মধ্যে ছড়িয়ে দেন। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেন- এই আশা এই কামনা করছি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দি ইউনিভার্সেল একাডেমী’র উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জীবন-কর্মের ওপর ‘স্মৃতির অ্যালবাম’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। ২৭২ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমী। যার মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।
দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই গ্রন্থ কোনো প্রবন্ধ বা কোনো নভেল বা সাহিত্য নয়। আমার জীবনে আমার কাছে যে সকল ছবিগুলো সংরক্ষিত ছিল সেগুলো দিয়ে একটা বই হতে পারে। আমি বিশ্বাস করি যে, ছবি কথা বলে।
তিনি বলেন, ছবি কথা বলে তাহলে আমার জীবনে বিভিন্ন পর্যায়ের ছাত্র জীবন, লন্ডনে অবস্থানকালে মুক্তিযুদ্ধে অবদান রাখার কিছু স্মৃতি, পারিবারিক, রাজনৈতিক, আমার রাজনীতির বাইরেও যে সামাজিক কাজ-কর্ম রয়েছে, যেসব ছবি আমার কাছে সংগ্রহ আছে সেগুলো আমার ভবিষ্যত প্রজন্মের কাছে আমার অভিজ্ঞতা ও স্মৃতিগুলো শেয়ার করে যেতে চাই বলে এই গ্রন্থটি করেছি। এই গ্রন্থটি আমি উৎসর্গ করেছি আমার নাতীদেরকে। আমার স্নেহষ্প্রদ নাতী খন্দকার মাশরাফ হোসেন, নিশান ইসলাম, খন্দকার ইশরাক হোসেন ও খন্দকার মিরাফ হোসেন, নাতনী মিহিরা সিয়ারা খন্দকারসহ বিদেশে বসবাসরত তাদের সমবয়েসী বাংলাদেশি নাতী-নাতনীদের উদ্দেশে উৎসর্গকৃত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের নবীন আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য্ অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান,আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, আলোকচিত্র সাংবাদিক নুর উদ্দিন আহমেদ নুরু, প্রকাশক শিহাব উদ্দিন ভুঁইয়া প্রমূখ।
এসএইচ/এসআইএইচ