সার্চ কমিটি তামাশার নির্বাচনের উপকরণ: জোনায়েদ সাকী
নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটিকে তামাশার নির্বাচনের উপকরণ হিসেবে আখ্যা দিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। তিনি বলেছেন, সার্চ কমিটি হচ্ছে আগের রাতে এই সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এবার ইভিএম দিয়ে দিনের বেলায় ভোট ডাকাতির ক্ষমতায় আসার মাধ্যম। নির্বাচন কমিশন গঠনের নামে তারা তামাশার নাটকের আয়োজন করেছে সরকার।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারবিরোধী সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকী বলেন, একবারের জন্য নয় স্থায়ীভাবে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। বৃহত্তর ঐক্য গড়ে তুলতে যার অবস্থান থেকে সবাইকে যুগপৎ ভাবে লড়াই করতে হবে। লক্ষ্য একটাই এই সরকারের পদত্যাগ আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তবে আমরা কোনো একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করব না।
তিনি আরোও বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানের ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে এবং এর জন্য সরকার কি উদ্যোগ নিতে হবে। যদিও এই সরকার এসব করবে না। তাই আগামী দিনে গণমানুষের যে সরকার ক্ষমতায় যাবে তারা ওয়ান স্টপ সার্ভিস চালু করবে প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য।
এ সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আজকে যারা ক্ষমতায় আছেন ক্ষমতার অপব্যবহার করছেন তারা একদিন বিচারের সম্মুখীন হবেন তাই এখনো সময় আছে পদত্যাগ করুন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন অন্যতায় এর পরিণতি ভালো হবে না।
এমএইচ/এসআইএইচ