খালেদা জিয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে আইনমন্ত্রীর বাস ভবনে বুয়েট ছাত্র আবরাব হত্যা মামলার রায় প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, ৪০১ধারায় খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে সরকার। সেখানে উল্লেখ ছিল তিনি দশেরে বাইরে যেতে পারবেন না। কিন্তু তারা দাবি জানাচ্ছে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর। আমার আইন ক্ষতিয়ে দেখছি উপমহাদেশের মধ্যে এমন কোন নজির আছে কিনা।
তিনি বলেন, আমরা শেষ ক্ষতিয়ে দেখছি শেষ পর্যায়ে আছি। খুব দ্রুতুই সিদ্ধান্ত জানানো হবে।
এমইউএ/
