জেলা আওয়ামী লীগ থেকেও বাদ মুরাদ

ডা. মুরাদ হাসান
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদ হারানোর পর এবার নিজ জেলা জামালপুর থেকেও শাস্তি পেলেন ডা. মুরাদ হাসান।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মুরাদকে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আজ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে তাকে (ডা. মুরাদ হাসান) স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দিলাম।’
‘আমাদের এই সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
এর আগে বিকালে মন্ত্রিপরিষদ সচিবে পদত্যাগপত্র দিয়ে এসেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।
এসএম/এমএমএ/
