সার্চ কমিটিতে নাম দেবে না বাংলাদেশ ন্যাপ
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটির চাহিদা মোতাবেক নামের তালিকা দিচ্ছে না বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কমিটি কর্তৃক প্রেরিত পত্রের জবাবে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া স্বাক্ষরিত চিঠি ই-মেইলে প্রেরণ করা হয়।
চিঠিতে বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় অনুসন্ধান কমিটি সিদ্ধান্ত মোতাবেক নিবন্ধিত দলগুলোর প্রতি পত্র প্রেরণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘দেশের বাস্তবতা হলো আজ পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এতে নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের কোনো আস্থা নেই। তাই প্রয়োজন নির্বাচনী ব্যবস্থার উপর জনগনের আস্থা ফিরিয়ে আনা। অন্যদিকে অনুসন্ধান কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করলেই যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেটিও মনে হচ্ছে না।’
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের দিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরে আসবে বলে মনে হচ্ছে না। অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ন্যাপ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপেও নির্বাচন কমিশন গঠনের চেয়ে নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব প্রদান করেছে। আমরা মনে করি শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়।
পাঠানো চিঠিতে বলা হয়, আমরা দলীয়ভাবে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের বিষয়ে কোন নাম প্রস্তাব না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আশা করতে চাই আপনার নেতৃত্বে অনুসন্ধান কমিটি যে নির্বাচন কমিশন গঠন করবে তারা নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বক্ষম হবে।
এমএইচ/এমএমএ/