জোটভুক্ত তিন দলের সঙ্গে বিএনপি'র বৈঠক
বৃহত্তর ঐক্য গঠন প্রক্রিয়ার বিষয়ে ২০ দলীয় জোটভুক্ত তিনটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টিসহ জাতীয় পার্টি (কাজী জাফর) ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ২০ দলীয় জোটের মুখপাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি যেখানে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি সেখানে বিএনপি'র সঙ্গে জোটভুক্ত থেকে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যানের কাছে কৈফিয়ৎ জানতে চায় নজরুল ইসলাম খান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, অতিরিক্ত মহাসচিব নুরুল করিম পিন্টু, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিংকন ও ইসলামী ঐক্যজোট শীর্ষ নেতা মাওলানা আব্দুর রকিব।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ঢাকাপ্রকাশ-কে বলেন, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছি। বৈঠকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি ঐক্যবদ্ধ থাকার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এদিকে জোটের বৈঠক নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন জোটের বৈঠকের বিষয়ে আমি অবগত নই, বৈঠক নিয়ে আমার সঙ্গে কেউ কোনো কথা বলিনি, আমি জানিনা।
এমএইচ/এএস