সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দুই-এক মাসের মধ্যে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা

বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী দুই-এক মাসের মধ্যেই ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি সুন্দর, নতুন এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষার রাজনৈতিক দল উপহার দেবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যমে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এবারের বিজয় দিবসটা আমাদের একদিক দিয়ে আনন্দের, আবার বেদনারও। এজন্য আনন্দের যে, আমরা এখন ভারতীয় আগ্রাসনমুক্ত এবং মুজিববাদী-ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে, তা বাংলাদেশ থেকে উৎখাত করে বিজয় উদযাপনে হাজির হয়েছি।

দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বিজয় উদ্‌যাপন করছি ২০২৪–এ, সেটি হচ্ছে আওয়ামী এবং ফ্যাসিবাদমুক্ত দিবস, দিল্লির আগ্রাসনমুক্ত বিজয়। আমরা তরুণ প্রজন্মের কাছে আহ্বান রাখছি, যত দিন বাংলাদেশের এ ভৌগোলিক সীমানা-সার্বভৌমত্ব থাকবে, তত দিন পর্যন্ত তারা দিল্লীর আগ্রাসন থেকে এবং আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে ৫৫ সদস্যের এই প্ল্যাটফর্ম যাত্রা শুরু করে। এ প্ল্যাটফর্মের আহ্বায়ক ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

নাগরিক কমিটির লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা, এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা।

নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।

Header Ad
Header Ad

অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঢুকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতে পারে, তবে সবার এক জায়গায় থাকতে হবে- সংবিধান মেনে নিয়মিত ভোট ও নির্বাচনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি জানান, সম্প্রতি কিছু অচেনা মানুষকে দলের সঙ্গে সংশ্লিষ্ট হতে দেখা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ৫ আগস্টের পর থেকে এমন প্রবণতা লক্ষ্য করেছেন।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, অনুপ্রবেশকারীদের দলে স্থান দিলে তা দলের জন্য ক্ষতিকর হতে পারে। জনগণের সমর্থন ছাড়া কোনো দল এগোতে পারে না। তাই জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির শক্তি জনগণ। জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন স্বৈরাচারীদের পালিয়ে যেতে হয়। ৫ তারিখের উদাহরণ তুলে ধরে তিনি জানান, জনগণের শক্তি দিয়ে বিএনপিকে সামনের কঠিন পথ পাড়ি দিতে হবে। সামনের নির্বাচন সহজ হবে না, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্তিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে।

তারেক রহমানের মতে, কিছু ছোট-বড় দল বিএনপির বিপক্ষে কাজ করছে। তবে জনগণই দলের মূল শক্তি। তিনি দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে জনগণের সমর্থন নিয়ে কাজ করার আহ্বান জানান।

Header Ad
Header Ad

গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় সাবেক পুলিশ সদস্য ও সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কভার্ড ভ্যানের চাপায় সাবেক এক পুলিশ সদস্য এবং এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার হোতাপাড়া বিমান ঘাঁটির ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শ্রীপুর উপজেলার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আইয়ুব আলীর ছেলে সম্রাট (৩৫) এবং শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাংবাদিক মিজানুল কবির মাসুদ (৪০) ছিলেন। সম্রাট ২০২০ সালে পুলিশ বিভাগ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। অন্যদিকে, মাসুদ দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ড ভ্যানটি উল্টো পথে হোতাপাড়ার দিকে আসছিল। বিমান ঘাঁটির সামনে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে চালক ও আরোহী মহাসড়কে পড়ে যান। এসময় কভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার খবর শুনে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Header Ad
Header Ad

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। গত রোববার এই চিঠি পাঠানো হয়।

১৫ জানুয়ারি দুদক সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার অভিযোগে প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেয়।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে এই পদে নিয়োগের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন।

পুতুলের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে একটি মামলাও করেছে দুদক।

২০২৩ সালের ৩০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আর্থিক ও ফৌজদারি মামলা থাকার কারণে বাংলাদেশ সরকার পুতুলের মাধ্যমে ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে ডব্লিউএইচও’কে সরাসরি চিঠি দিয়ে পুতুলের পরিবর্তে সরাসরি কাজ করার কথা জানানো হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে তার অবস্থান নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দুদকের তদন্ত ও সরকারের সিদ্ধান্তের ফলে ডব্লিউএইচও’র এই গুরুত্বপূর্ণ পদে পুতুলের অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রমাণ ও তদন্তের ফলাফলের ওপর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান
গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় সাবেক পুলিশ সদস্য ও সাংবাদিক নিহত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি
ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার
গণ-অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন : সালাহউদ্দিন
জাতীয় কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই
জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার
ইউটিউবের নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
দেশে চারটি প্রদেশের কথা ভাবছে সংস্কার কমিশন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত  
হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি