শহীদ নূর হোসেন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
শহীদ নূর হোসেন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন। ছবি: সংগৃহীত
স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাণীতে তারেক রহমান বলেন, "শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমি এই মহান শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে সাহসী ভূমিকা রেখে শহীদ হয়েছেন। তার ত্যাগ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।"
তিনি আরও বলেন, নূর হোসেনের মতো সাহসী শহীদদের ত্যাগের কারণেই দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা আজকের এই অবস্থানে এসেছে। তাদের আত্মত্যাগ আমাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা দেয়।
তারেক রহমানের এ শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপি এবং সাধারণ জনগণের মধ্যে শহীদ নূর হোসেনের স্মৃতিচারণা এবং তার ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারেক রহমানের মতে, নূর হোসেনের ত্যাগ এবং বীরত্ব দেশের জনগণকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।