বৃষ্টিতে ভিজে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল
জিয়া পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।
সোমাবার (৬ ডিসেম্ব) বিকালে রাজধানীর নয়াপল্টনে এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন,‘জিয়া পরিবারকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তা জনসমক্ষে ক্ষমা চেয়ে প্রতিমন্ত্রীর পদত্যাগ করতে হবে।’
ব্যক্তি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী যে দুর্বলতার মানুষই হোক না কেন, একজন জাতীয় পতাকাধারী ব্যক্তির এ ধরনের মনোবৈকল্য, বিকৃতি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে বলেও মনে করেন তিনি।
অবিলম্বে সরকারের তথ্য প্রতিমন্ত্রীকে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক এই নারী ও বর্ণবিদ্বেষী বিকৃত মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে যথাসময়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এমইউএ/এমএমএ/