ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড চায় ডিবি
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পার্থর এ রিমান্ড আবেদন করে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ জানিয়েছেন, বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়।
ডিবিপ্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্দালিব রহমানের দলীয় নেতাকর্মীদের ধারণা, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিও দেন মির্জা ফখরুল।