একদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা যুবদলের
সিরাজগঞ্জের বেলকুচিতে সন্ত্রাসীদের হাতে যুবদল নেতা হত্যার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।
বৃহষ্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুবদলের নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
কর্মসূচির ধরন জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ৫ ফেব্রুয়ারি দেশব্যাপী যুবদলের প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ হতে পারে, হতে পারে সমাবেশ, হতে পারে মিছিল।’
তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী এলাকায় যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। আওয়ামী সন্ত্রাসী যথাক্রমে সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে যুবদল নেতা আকবর আলীকে। এই হত্যাকারীরা এলাকার আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী। আকবর আলী সয়েদাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক। এই হত্যাকান্ডের সাথে স্থানীয় এমপি ও আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদ রয়েছে।এলাকার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকান্ড পরিকল্পিত এবং ঠান্ডা মাথার খুন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু শহর যুবদলের কেন্দ্রীয় নেতারা।
এমএইচ/এসএ/